CWC 2011 ওয়াহাব রিয়াজের সেই দুরন্ত 5 উইকেট ভারতের বিপক্ষে। দেখুন ভিডিও

ক্রিকেটের খবর: আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011 ভারতের ক্রিকেট প্রেমীরা ছাড়াও সাধারণ মানুষের সারা জীবন মনে থাকবে। কারণ 28 বছর পর ভারতের ক্রিকেট দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেতাব জিতেছিল 2 এপ্রিল 2011। আর আগত এপ্রিল মাসেই ভারতের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জেতার 10 বছর সম্পন্ন হতে চলেছে। সেই কারণেই ক্রিকেট বিশ্বকাপ 2011 সালের কিছু বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আইসিসি সেরকমই একটি টুইট করে আজ, যেখানে পাকিস্তানের তৎকালীন তরুণ ফাস্ট বোলার ওহাব রিয়াজ সেহবাগ, যুবরাজ, মহেন্দ্র সিং ধোনি, কোহলি ও জাহিদ খানের উইকেট নিয়েছিল। ওহাব রিয়াজের প্রভাবেই ঐদিন ভারত 50 ওভারে 260 রান করে।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এখন উপলব্ধ আছেন। বর্তমানে 35 বছর বয়সী এই ফাস্ট বোলার বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তাকে খেলতে দেখা যায়।

Twitter source- @cricketworldcup

আরো পড়ুন- বিরাট, MSD নয় ভারতের এই ক্রিকেটার সবচেয়ে ধনী। দেখলে অবাক হবেন

ওহাব রিয়াজের পরিসংখ্যান (wahab Riaz career stat)
ফরম্যাটম্যাচউইকেট
ওয়ানডে৯১১২০
টেস্ট২৭৮৩
টি-টোয়েন্টি৩৬৩৪

“CWC 2011 ওয়াহাব রিয়াজের সেই দুরন্ত 5 উইকেট ভারতের বিপক্ষে। দেখুন ভিডিও”-এ 1-টি মন্তব্য

Leave a Reply