সুয়েজখালে আটকে থাকা জাহাজের ট্রাফিক জ্যামের রাত্রের ছবি শেয়ার করলো নাসা

সম্প্রতি ‘নাসা‘ তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রাত্রের অন্ধকারে সুয়েজ খালে আটকে থাকা জাহাজগুলির লম্বা এক ট্রাফিক জ্যাম। সুয়েজ খালে আটকে থাকা পণ্যবাহী জাহাজ ‘এভার গিভেন(ever given ship) এর কারণে যে লম্বা ট্রাফিক জ্যাম এই জলপথে তৈরি হয়েছে সেই দৃশ্য এবং তার পূর্বের জলপথের দৃশ্যের ছবি একত্রে প্রকাশ করেছেন নাসা।

টানা এক সপ্তাহ দীর্ঘ চেষ্টার পর বিশাল এই পণ্যবাহী জাহাজটি কে সরানো সম্ভব হয়েছে সুয়েজ খাল থেকে। জাহাজটির ওজন ছিল ২ লক্ষ টন, যেটি মানবসৃষ্ট এই খালের সম্পূর্ণ পথকে আটকে রেখেছিল। এই জাহাজটির কারণেই এই জল পথে চলাচলকারী অন্যান্য পণ্যবাহী জাহাজ গুলিও আটকে পড়ে খালটির প্রবেশের মুখ।

সুয়েজখালে ঘটে যাওয়া এই ঘটনার ছবি নাসা ভিজিবল ইনফ্রারেড ইমেজিং রেডিওমিটার সুট (VIIRS) এর সাহায্যে সৌমি এপিপি স্যাটেলাইট দ্বারা গ্রহণ করেছে।

আরও পড়ুন – অবশেষে বাঁধন মুক্ত সুয়েজ খাল, সরানো গেল দৈত্যাকার জাহাজ

নাসার প্রকাশ পাওয়া এই ছবি অনুযায়ী বাঁদিকের ছবিটিতে ১লা ফেব্রুয়ারি ২০২১ সালে সুয়েজ খালে চলাচলকারি পণ্যবাহী জাহাজের সাধারণ ট্রাফিক নজরে পড়েছে। এর পরবর্তীতে ২৭ মার্চ দাঁড়িয়ে থাকা জাহাজের লম্বা লাইন প্রায় ৭২ কিলোমিটার (৪৫ মাইল) পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার ঠিক দু দিন পর জাহাজের লম্বা এই ট্র্যাফিক জ্যাম ছুঁয়েছে ১০০ কিলোমিটার (৬০ মাইল) পর্যন্ত। অতিকায় এই ট্র্যাফিক জ্যাম হয়েছে ঠিক সুয়েজ খালটির প্রবেশের মুখেই। লেথ এজেন্সির মতে প্রায় ১৮৪টি জাহাজ অপেক্ষায় রয়েছে এই পথ দিয়ে যাওয়ার জন্য। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ কে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কিছুদিন সময় লাগবে বলেই মনে করছে প্রশাসন।

Leave a Reply