এবার পাবজি কোরিয়ান ভার্সন বন্ধ হয়ে যাবে ভারতে। খারাপ খবর পাবজি খেলোয়ার দের জন্য

২০২০ সালে ভারতে পাবজি মোবাইল ও পাবজি মোবাইল লাইট নিষিদ্ধ হয়ে যাওয়ার পর ভারতের পাবজি খেলোয়াড়রা গেমিং বাজারে প্রাপ্ত সেরা বিকল্প গেমগুলিকে খেলতে শুরু করে। যার মধ্যে অন্যতম ছিল পাবজি কোরিয়ান ভার্সন।

পাবজি কোরিয়ান ভার্সন কাফটান গেমিং কোম্পানির তৈরি বিশেষ একটি গেম যা শুধুমাত্র কোরিয়া ও জাপানের জন্য নির্মাণ করা হয়। গেমটি এই দুই দেশের বাইরের গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে উপলব্ধ নেই। ভারতে পাবজি গ্লোবাল ভার্সন নিষিদ্ধ হবার পর একটি বিশাল সংখ্যক জনগণ এই গেমটি ডাউনলোড করে ছিল।

কিন্তু এবার পাবজি মোবাইল কোরিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঘোষণা করেছে যে, কোরিয়া ও জাপানের বাইরে থাকা সমস্ত দেশে এই kr ভার্সনটি আগামী দিনে বন্ধ হয়ে যাবে। ৩০-০৬-২০২১ তারিখের পর কোরিয়া ও জাপানের বাইরের দেশ থেকে এই গেমটি মধ্যে লগইন করতে পারা যাবে না।

আরো পড়ুন- নিষিদ্ধ হলো ‘online rummy’, সিদ্ধান্ত নিল কেরালা সরকার

আরো পড়ুন- KRAFTON-এর নতুন মোবাইল গেম PUBG NEW STATE, প্রকাশ পেলো ট্রেলার ও ফিচারস গুলি

সংশ্লিষ্ট গেমিং কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। গেমিং ভার্সনটি যে দুটি দেশের জন্য তৈরি হয়েছে শুধুমাত্র ওই দুটি দেশেই খেলা যাবে। এর প্রথম পর্যায়ে বাইরের দেশের খেলোয়াড়দের একাউন্টে টাকা-পয়সা লেনদেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া লগইন করার পর গেমটি খেলার সময় নেটওয়ার্ক সমস্যাও দেখা যেতে পারে। ভারত এবং বাকি দেশগুলিতে ৩০-০৬-২০২১ তারিখের পর উপরে উল্লেখিত সমস্যার সম্মুখীন হতে হবে।

কোরিয়া এবং জাপান ছাড়া বাকি দেশগুলিতে পাবজি গ্লোবাল ভার্সন উপলব্ধ থাকবে। বর্তমানে ভারতে বহু পাবজি খেলোয়াড়রা এই kr ভার্সনটি খেলেন। এই সংবাদটি তাদের কাছে অত্যন্ত একটি দুঃখের খবর। ভারতে পাবজি নিষিদ্ধ, পাবজি সার্ভার বন্ধ করা এবং আজকের এই খবর ধীরে ধীরে ভারতে পাবজির ইতিহাস সমাপ্ত করতে চলেছে।

“এবার পাবজি কোরিয়ান ভার্সন বন্ধ হয়ে যাবে ভারতে। খারাপ খবর পাবজি খেলোয়ার দের জন্য”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন