সমুদ্র থেকে মাছ ধরছেন দেব, সঙ্গে রয়েছে রুক্মিণী

সমুদ্র থেকে মাছ ধরছেন দেব, সঙ্গে রয়েছে রুক্মিণী

বাংলা চলচ্চিত্র জগতে বর্তমানে দেব একটি জনপ্রিয় নাম তা আর বলার কিছু নয়। আর রুক্মিণীদেবের জুটি তেমনি বাংলায় বেশ জনপ্রিয়। বেশকিছু সিনেমায় তাদের একসাথে দেখা গেছে এবং আগামীতেও দেখা যাবে। তবে এবার তাদের একসাথে সময় কাটাতে দেখা গেল মালদ্বীপে। সিনেমার কাজের অবসরে চুটিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে দেব রুক্মিণী জুটি।

মালদ্বীপ বর্তমানে সিনেমা তারকাদের কাছে সবচেয়ে পছন্দের একটি জায়গা। তাই এবার সেখানেই ঘুরতে গেলেন দেব এবং রুক্মিণী। সম্প্রতি দেব তার ইনস্টাগ্রাম পেজে সমুদ্র বিচে ঘোরার কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সেখানে অন্যান্য ছবির মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি সমুদ্র থেকে ছিপ ফেলে মাছ ধরেছেন। তবে এই ছবি শেয়ার করার পর দেব লিখেছেন যে তিনি মাছটিকে কে আবার জলে ছেড়ে দিয়েছেন।

আরও পড়ুন – নতুন পোশাকে ট্রোলের শিকার রণবীর, দেখে নিন সেই ভাইরাল ছবি

সমুদ্র থেকে মাছ ধরা এবং সমুদ্রের ধারে সময় কাটানো বেশ উপভোগ করছেন দেব ও রুক্মিণী তা বোঝা যাচ্ছে। কিছুদিন আগে দেবের টনিক সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং সেটি বেশ হিট হয়েছিল। এবার সামনেই মুক্তি পেতে চলেছে দেবের নতুন আরেকটি সিনেমা কিশমিশ

Previous articleহোলি উপলক্ষে ভিভোর এই ফোনগুলোয় থাকছে দারুন অফার, পাওয়া যাবে ৩৫০০ টাকা পর্যন্ত ছাড়
Next articleদ্য কাশ্মীর ফাইলস ছবির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

1 COMMENT

Leave a Reply