দ্য কাশ্মীর ফাইলস ছবির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দ্য কাশ্মীর ফাইলস ছবির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সম্প্রতি ভারতে বলিউডে কাশ্মীর কে ঘিরে নতুন একটি ছবি প্রকাশ পেয়েছে, ছবিটির নাম দ্য কাশ্মীর ফাইলস। প্রথম দিনেই প্রায় ৩ কোটি ৫৫ লক্ষ টাকা আয় করেছে এই সিনেমাটি, শুধু তাই নয় সমালোচকদের প্রশংসাও আদায় করেছে এটি। সমালোচনা ও দর্শকদেরই নয় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির কাছেও প্রশংসা পেল এই সিনেমাটি। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি দেখা করেছেন কাশ্মীর ফাইলসে সকল সদস্যদের সঙ্গে, সাথে ছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী পল্লবী যোশী এবং প্রযোজক আগারওয়াল।

ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকার এর একটি ছবিও প্রকাশ করেছেন অভিষেক, ক্যাপশনে তিনি লেখেন- “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ পাওয়া অনেক সৌভাগ্যের। এই সাক্ষাৎকার আরো বিশেষ হয়ে উঠেছে যখন তিনি কাশ্মীর ফাইলস এর প্রশংসা করেন। এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। ধন্যবাদ মোদীজি”।

অভিষেকের এই টুইট শেয়ার করেছেন বিবেক, তিনি তাঁর টুইট বার্তায় জানান- “অভিষেক ভারতবর্ষের কঠিন বাস্তব নিয়ে তৈরি ছবিটা তুমি প্রযোজনা করার যে সাহস দেখিয়েছো তার জন্য আমরা সকলেই কৃতজ্ঞ, আমেরিকায় সিনেমার স্ক্রীনিং দেখে বোঝা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীজি সারাবিশ্বের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে”।

আরো পড়ুন-সমুদ্র থেকে মাছ ধরছেন দেব, সঙ্গে রয়েছে রুক্মিণী

বলিউডে সম্প্রতি প্রকাশ পাওয়া কাশ্মীর ফাইলস সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ১১ই মার্চ, ছবিটির মূল কাহিনী কাশ্মীর কে নিয়ে। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবীর মত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা, এছাড়াও অভিনয় করেছেন পুনিত ইসার, দর্শন কুমার, প্রকাশ বেলাওয়ারির মতো অভিনেতা অভিনেত্রীরা। সিনেমার মূল প্রেক্ষাপট বিভিন্ন রাজনৈতিক দল, নরমপন্থী ও চরমপন্থীদের সুবিধাবাদী কাজকর্ম এবং মানবতাবাদি গোষ্ঠীগুলি কে ঘিরে। ছবিটি বাস্তব ঘটনা নিয়ে তৈরি সে বিষয়ে বলাবাহুল্য, যে কারণে ছবি শুরুর আগে বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে “ছবির সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক, বাস্তবের সাথে এর কোন মিল নেই” এই লেখাটিও দেখানো হয়নি।

Previous articleনতুন ছায়াপথের আবিষ্কার করল নাসা, আকাশগঙ্গার সাথে হুবহু মিল!
Next articleবসন্ত বহিলো গান নিয়ে হাজির অঙ্কিতা ভট্টাচার্য
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply