আসতে চলেছে দেবের নতুন সিনেমা বাঘাযতীন, কে হচ্ছে নতুন নায়িকা?

আসতে চলেছে দেবের নতুন সিনেমা বাঘাযতীন, কে হচ্ছে নতুন নায়িকা

২০২১ সালে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা দেব দর্শকদের উপহার দিয়েছিলেন গোলন্দাজ সিনেমা। যেখানে নাগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ছবিটি বেশ সুনাম পেয়েছিল। এরপর কিশমিশ ও প্রজাপতি সিনেমা নিয়ে হাজির হয়েছেন দেব। এবারও তাকে দেখা যাবে অন্য একটি চরিত্রে। আসতে চলেছে দেবের নতুন সিনেমা বাঘাযতীন

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর বিপ্লবী ছিলেন বাঘাযতিন। এবার তার ভূমিকাতেই অভিনয় করতে দেখা যাবে দেবকে। দেশাত্মবোধক এই ছবিটি তৈরির কাজ চলছে। ছবিটা পরিচালনা করছেন অরুণ রায়। ৭৫ তম স্বাধীনতা দিবসে উৎযাপিত হবে সিনেমাটি। সম্প্রতি ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন – Hrithik-Saba: এই বছরেই বিয়ে করছেন ঋত্বিক-সাবা! কে কে উপস্থিত থাকবে জানেন?

আর এই ছবিটির জন্য নতুন অভিনেত্রী খুঁজছেন অভিনেতা দেব। তার এই নতুন সিনেমার নায়িকার জন্য অডিশন চলছিল কলেজে কলেজে। ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে মনোনীত করেছেন তারা। তার নাম সৃজলা দত্ত। জানা যায় তার সাথে সিনেমার জগতের কোনো পূর্ব সম্পর্ক নেই। তিনি সিনেমার জগতে একদম নতুন মুখ।

Previous articleঅস্ট্রেলিয়ার সম্পূর্ণ দল ঘোষণা হল, ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩
Next articleহকি বিশ্বকাপ ২০২৩, সব ম্যাচের সম্পূর্ণ সময়সূচী

2 COMMENTS

Leave a Reply