অস্ট্রেলিয়ার সম্পূর্ণ দল ঘোষণা হল, ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩

অস্ট্রেলিয়ার সম্পূর্ণ দল ঘোষণা হল, ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩

ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩ অস্ট্রেলিয়ার দল: আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া সিরিজ যেখানে অস্ট্রেলিয়া ভারতে এসে চারটি টেস্ট ম্যাচ খেলবে। এই চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা হয়ে গেল। যার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া আছে।

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক বর্তমান স্কোয়াডে যোগদান না করতে পারলেও প্রথম টেস্টের পরে তাকে নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানানো হয়েছে, তার আঙ্গুলে চোটের কারণে। নেথেন লায়নের সঙ্গে মিচেল সুইপসন, অ্যাশটন আগার ও টড মূর্ফি মোট চারজন স্পিন বোলিং অ্যাটাক নিয়ে ভারতে আসতে অস্ট্রেলিয়া।

ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩: চারটি টেস্ট ম্যাচের সম্পূর্ণ সময়সূচী

  • প্রথম টেস্ট ম্যাচ- ৯ ফেব্রুয়ারি, নাগপুর
  • দ্বিতীয় টেস্ট ম্যাচ- ১৭ ফেব্রুয়ারি, দিল্লি
  • তৃতীয় টেস্ট ম্যাচ- ১ মার্চ, ধর্মশালা
  • চতুর্থ টেস্ট ম্যাচ- ৯ মার্চ, আমেদাবাদ

আরো পড়ুন- খারাপ খবর ঋষভ পান্তের জন্য, মুম্বাই হাসপাতাল থেকে খবর

ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩ অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান কোয়াজা, মারনাস ল্যাবুসচেন, নাথান লিয়ন, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার।

Twitter credit- cricket Australia
Previous articleTVS Metro Plus 110: বাংলাদেশের লঞ্চ হল TVS এর নতুন ১১০ সিসি বাইক
Next articleমোবাইল ফোনের ক্যামেরা সব সময় বাঁদিকে থাকে কেন?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply