মোবাইল ফোনের ক্যামেরা সব সময় বাঁদিকে থাকে কেন?

আমরা সবাই বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহার করি, মোবাইল ফোনের ফিচারস, ক্যামেরা, সফটওয়্যার, প্রসেসর ইত্যাদি দেখে আমরা আমাদের মনের মত মোবাইল কিনি। কিন্তু কখনো ভেবে দেখেছেন আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি সেই মোবাইল ফোনের ক্যামেরা কেন বাঁ দিকে থাকে। ডান দিকে কেন নয়, কি রয়েছে এর পেছনের ইতিহাস আসুন দেখে নেওয়া যাক।

বর্তমান যুগে মোবাইল ফোন ছাড়া বলতে গেলে জীবন একেবারে অচল। পরিবারের কারো সঙ্গে কথা বলা থেকে মেসেজ করা সবই সম্ভব এই মোবাইল ফোনের মাধ্যমে। এছাড়া মোবাইল ফোন বর্তমানে বিনোদনের কাজে বেশি ব্যবহৃত হয় যেমন গেম খেলা, সিনেমা দেখা, খবর দেখা ইত্যাদি।

আরো পড়ুন- OnePlus 11 5G: ৭ই ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ OnePlus 11 5G

মোবাইল ফোনের ক্যামেরা বাঁদিকে থাকে কেন?

অনেকেই হয়তো দেখে থাকবেন প্রথম যখন স্মার্ট ফোন লঞ্চ হয় তারপর মোবাইল ফোনের ক্যামেরা গুলি মাঝখানে থাকতো। এরপর অ্যাপেল প্রথমবার বাঁদিকে ক্যামেরা লাগানো শুরু করে যা ঐতিহাসিকভাবে সমস্ত মোবাইল ফোন কোম্পানিগুলিকে বাঁদিকে ক্যামেরা লাগাতে বাধ্য করে। এছাড়া আমরা প্রত্যেকে মোবাইল ফোন বা হাতে ব্যবহার করি যার ফলে ছবি তোলার সময় ছবিটি দেখতে অনেক স্বস্তিদায়ক হয়।

মন্তব্য করুন