স্মৃতিশক্তি হারিয়েছেন ফাপ ডুপ্লেসি! PSL খেলতে গিয়ে এই ঘটনা ঘটে

স্মৃতিশক্তি হারিয়েছেন ফাপ ডুপ্লেসি! PSL খেলতে গিয়ে এই ঘটনা ঘটে

আবুধাবিতে ১২ জুন রাতে পাকিস্তান সুপার লিগে মুখোমুখি হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির। ফাফ ডুপ্লেসি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে PSL খেলেন। ম্যাচে ফিল্ডিং করার সময় মোহাম্মদ হাসাইনের সঙ্গে সংঘর্ষ হয় ডুপ্লেসির। মোহাম্মদ হাসাইনের হাঁটু টি সোজা গিয়ে আঘাত করে ডুপ্লেসির মাথায়। সেই সময় মাঠ ছাড়তে বাধ্য হয় ডুপ্লেসি। ক্রিকেট খেলার নিয়ম অনুসারে ‘কনকাসন সাবস্টিউট’ বিধি অনুযায়ী ডুপ্লেসির পরিবর্ত মাঠে নামানো হয়।

যদিও এর পর টুইটারে ফাফ ডুপ্লেসি নিজেই টুইট করে নিজের সুস্থতার খবর সবাইকে জানায়। “সমর্থনের সমস্ত বার্তাগুলির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সুস্থ হয়ে হোটেলে ফিরে এসেছি। কিছুটা স্মৃতিশক্তি হারিয়েছি কিন্তু আমি ঠিক হয়ে যাব। আশা করি শিগগিরই মাঠে ফিরে আসব। অনেক ভালোবাসা সবাইকে।” –টুইটারে লিখেছেন ফাফ ডুপ্লেসি

Twitter source- Faf Du Plessis

আরো পড়ুন- WTC ফাইনাল: ঘোষিত হল নিউজিল্যান্ডের দল। দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড, কেন উইলিয়ামসন কি খেলছে?

আঘাতপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘ সময় তিনি মাঠে ছিলেন। ফিজিও দ্বারা প্রাথমিক চিকিৎসা করার পর তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও ডুপ্লেসি এখন সুস্থ আছে ও পুনরায় প্রত্যাবর্তনের জন্য তিনি অপেক্ষা করছেন। স্মৃতিশক্তি হারানোর ঘটনাটি সামনে আসতেই খবরটি ছড়িয়ে পড়ে এবং তার অনুগামীরা তার জন্য প্রার্থনা করে।

বর্তমানে আবুধাবিতে পাকিস্তান সুপার লিগ সংঘটিত হয়েছে। ক্রিকেটের সমস্ত গুরুত্বপূর্ণ খবর খবরের জন্য আমাদের ওয়েবসাইট কে ফলো করুন।

Previous articleWTC ফাইনাল: ঘোষিত হল নিউজিল্যান্ডের দল। দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড
Next articleএবার Apple watch ব্যবহার করে জানতে পারবেন শরীরের তাপমাত্রা ও ব্লাড সুগার, কবে লঞ্চ হবে জানুন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply