পাবজির পরিবর্তে ভারতে প্রকাশ পেতে চলেছে FAU-G। অক্টোবর মাসের শেষের দিকে গেমটি পাওয়া যাবে প্লে স্টোরে

ছোট থেকে বড় সে যে বয়সই হোক না কেন গেম খেলতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। গেম সে যেকোনো হতে পারে, ঘরের বাইরে বা ঘরে বসে। তবে এখানে সাধারণ খেলাধুলা নিয়ে বলা হচ্ছে না। এখানে আলোচনার বিষয় সেই সব গেম গুলি যেগুলো আমার মোবাইলে খেলে থাকি, অর্থাৎ ভিডিও গেম।

মোবাইল গেম নিয়ে বর্তমানে যুবক সমাজের মধ্যে একটু বেশি আকর্ষণ বেশ কয়েক বছর ধরে লক্ষণীয়। যার মধ্যে অন্যতম কারণ ছিল পাবজিফ্রি ফায়ার এর মত ব্যাটেল রয়েল গেম গুলি। গুগল প্লে স্টোর খুললে আমরা অনেক গেম ই দেখতে পাই যেগুলি আমরা বেশির ভাগই বিনামূল্যে আমাদের মোবাইলে ইন্সটল করে খেলতে পারি।

প্লে স্টোরে যে সমস্ত গেম আমরা দেখি তার বেশিরভাগই বাইরের দেশের। কিন্তু আমাদের ভারতে তৈরি ভারতীয় গেমের সংখ্যাটা তুলনামূলক একটু কম। তবে সংখ্যাটি একেবারেই কম তা মোটেই নয়। গুগল প্লে স্টোরে ভারতীয় প্রকাশিত গেমের সংখ্যা ৩৮ শতাংশ, যেগুলি এন্ড্রয়েড ফোনে চলতে সক্ষম। প্লে স্টোরে ভারতীয় গেম আছে মোট ৭১১৭ টি। তবে ভারতের সেই সব গেমগুলোর জনপ্রিয়তা একেবারেই কম। সেই তুলনায় বিদেশের গেম গুলির জনপ্রিয়তা অনেক বেশি। তাদের মধ্যে অন্যতম টেন্সেন্ট এর পাবজি এবং গারেনা এর ফ্রী ফায়ার। এই দুটি গেম গত দুই বছরে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে।  

কিন্তুু বর্তমানে পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকটাই ভিন্ন। কারণ সম্প্রতি ভারত সরকার থেকে সবচেয়ে জনপ্রিয় গেম পাবজি কে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে ভারতে। পাবজিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই একটি ভারতীয় গেম বাজারে আসতে চলেছে। বর্তমানে সকলেই প্রায় গেমটির নাম শুনে ফেলেছেন ইতিমধ্যে। গেমটির নাম হল ফেয়ারলেস এন্ড ইউনাইটেড গুর্ড ( FAU-G)।

বেঙ্গালুরুর একটি গেমিং কোম্পানি যেটি ভারতে ভারতীয় গেম তৈরি করে, সেই এনকোর গেমস দ্বারা এই গেমটি কে প্রকাশিত করা হবে ভারতে।

বলিউড তারকা মিঃ অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে এই গেমটি কে নিয়ে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি বলেন – ” নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত আন্দোলনকে সমর্থন করে, একটি মাল্টিপ্লেয়ার গেম উপস্থাপনে গর্বিত, নির্ভীক এবং সংযুক্ত গার্ডস (FAU-G)। বিনোদন ছাড়াও খেলোয়াড় আমাদের সৈন্যদের ত্যাগ সম্পর্কে শিখবেন। মোট আয়ের ২০ শতাংশ ভারতকি বীর ট্রাস্টে দান করা হবে “

মিস্টার গন্ডাল এ বিষয়ে জানান যে, অক্ষয় কুমার এই গেম এর ধারণাটি দিতে তাদের সহায়তা করেছেন। তিনি গেমের শিরোনামটি নিয়ে এসেছিলেন সৈন্যদের জন্য ব্যবহৃত হিন্দি শব্দ ফৌজি থেকে। মি: গন্ডাল এ বিষয়ে আশাবাদী যে তিনি এক বছরে ২০০ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে আসবেন গেমটিতে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আগামী অক্টোবর মাসের শেষের দিকে গেমটি সকলের জন্য প্লে স্টোরে পাওয়া যাবে এবং সকলেই গেমটিকে বিনামূল্যে খেলতে পারবেন তাদের মোবাইলে।

(Disclaimer: উপরে উল্লেখিত গেম গুলি আমাদের ওয়েবসাইট কোনোভাবেই প্রচার করে না। সংশ্লিষ্ট গেম গুলির privacy policy ও terms and condition যাচাই করে গেম গুলি খেলা উচিত।)

মন্তব্য করুন