শুরু হতে চলেছে ওলা ইলেকট্রিক স্কুটার এর টেস্ট ড্রাইভ জানুন কবে এবং কিভাবে বুক করবেন

ভারতে শুরু হতে চলেছে ওলা ইলেকট্রিক স্কুটার এর টেস্ট ড্রাইভ। Ola electric (ওলা ইলেকট্রিক) সংস্থা তাদের নতুন দুটি ইলেকট্রিক স্কুটার এর টেস্ট ড্রাইভ শুরু করতে চলেছে ভারতে। যে মডেল দুটির নাম এস ওয়ান এবং এস ওয়ান প্রো ভেরিয়েন্ট। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ওলা তাদের এই দুটি ইলেকট্রিক স্কুটার এর টেস্ট ড্রাইভ শুরু করবে দিওয়ালির পরেই। আগামী নভেম্বর মাসের ১০ তারিখ থেকে এই দুটি ইলেক্ট্রিক স্কুটারের টেস্ট ড্রাইভের মজা নিতে পারবেন গ্রাহকরা।

গত ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন লঞ্চ হয়েছিল ওলার নতুন ইলেকট্রিক স্কুটার। স্কুটার নির্মাণ কারখানা ভারতের তামিলনাড়ুতে তৈরি করে সংস্থা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে স্কুটারের টেস্ট ড্রাইভ এর প্রি-বুকিং শুরু হবে নভেম্বর মাসের ১ তারিখ থেকে। যদিও এর পূর্বে ওলা জানিয়েছিল অক্টোবর মাস থেকেই টেস্ট ড্রাইভ শুরু হবে। তবে সেই দিনটি পিছিয়ে গিয়েছে। যে সমস্ত গ্রাহকরা টেস্ট রাইডের মজা নিতে ইচ্ছুক তারা ড্রাইভের পরে বাকি পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন।

বর্তমানে ভারত তথা সারা বিশ্বে ইলেকট্রিক গাড়ির চল অনেকটাই বেড়ে গিয়েছে। আর সেই কথা মাথায় রেখেই ওলা তাদের নতুন ইলেকট্রিক স্কুটি ভারতে চালু করার কথা ভাবছে। এই সংস্থা আগামী দিনে ভারতে ইলেকট্রিক বাইক এবং গাড়ি তৈরিতে আগ্রহ দেখিয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত গ্রাহকরা স্কুটার কিনবেন তাদের হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় সার্ভিসিং এর ক্ষেত্রেও শোরুমে বা সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। ইলেকট্রিক স্কুটারের আরও একটি সুবিধা হল প্রতি ছয় মাস অন্তর স্কুটারের মেইনটেনেন্স এর প্রয়োজন নেই। যদি মেইনটেনেন্স এর প্রয়োজন হয় তবে স্কুটার সেক্ষেত্রে নিজেই জানিয়ে দেবে গ্রাহককে। এছাড়াও অ্যাপের মাধ্যমে মেনটেনেন্স, রিপিয়ারিং এবং সার্ভিসিং করা যাবে বাড়িতে বসেই।

আরো পড়ুন-Ola electric car? ২০২৩ সালে লঞ্চ হতে পারে ওলার ফোর হুইলার

ভারতে ওলার ইলেকট্রিক স্কুটার এর মোট দশটি রঙে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে রয়েছে লাল, নীল, হলুদ সাদা, কালো ইত্যাদি। তাহলে দেরি না করে চটজলদি প্রি-বুকিং করে ফেলুন ওলার ইলেকট্রিক স্কুটার।

“শুরু হতে চলেছে ওলা ইলেকট্রিক স্কুটার এর টেস্ট ড্রাইভ জানুন কবে এবং কিভাবে বুক করবেন”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন