চাঁদে জলের খোঁজ! চাঁদের মাটিতে জলের খোঁজ পেল চীনের মহাকাশ যান Chang’e 5

চাঁদে জলের খোঁজ! চাঁদের মাটিতে জলের খোঁজ পেল চীনের মহাকাশ যান Chang'e 5

পুনরায় আরো একবার চাঁদে জলের সন্ধান পেল চীনের মহাকাশযান Chang’e 5। সম্প্রতি চীনের Chang’s 5 লুনার ল্যান্ডার চাঁদের মাটিতে জলের খোঁজ পাওয়ার তথ্য প্রকাশ করেছে। বর্তমানে এই লুনার ল্যান্ডার চাঁদে অভিযানের পঞ্চম পর্যায় রয়েছে এবং এই প্রথমবার চাঁদের থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীকে ফিরিয়ে আনা হবে। চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন চন্দ্রপৃষ্ঠে প্রথম জলে প্রমাণ খুঁজে পেয়েছেন তারা এবং খুব শীঘ্রই তা প্রমাণিত হবে।

চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর বাইরে অন্য কোন গ্রহ বা উপগ্রহে মানুষ অথবা অন্য কোন প্রাণীর অস্তিত্ব আছে কিনা তা বোঝার জন্য সর্বপ্রথম প্রয়োজন জল এর সন্ধান। শুধু চাঁদের ক্ষেত্রেই নয় মঙ্গলের ক্ষেত্রেও ঠিক একই পন্থা অবলম্বন করেন তারা। বিজ্ঞানীদের মতে প্রাণের সন্ধান এর পূর্বে জল এর সন্ধান করা সবচেয়ে প্রয়োজনীয়। জল থাকলেই প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে।

সম্প্রতি সাইন্স অ্যাডভান্স জার্নালে একটি প্রতিবেদনে বলা হয়েছে চাঁদের মাটিতে Chang’e 5 এর অবতরণ স্থলের মাটিতে ১২০ ppm (parts per million) এর কম জল রয়েছে, অর্থাৎ প্রতি টন মাটিতে রয়েছে একশো কুড়ি গ্রাম জল। যদিও পৃথিবীর তুলনায় এই জলের পরিমাণ অনেক কম। প্রতিবেদনে আরো বলা হয়েছে একটি হালকা এবং ফাঁপা পাথরে ১৮৯ পিপিএম জল ধারণ করতে পারে যে কারণে চাঁদের পৃষ্ঠদেশ পৃথিবীর তুলনায় অনেকটাই রুক্ষ ও শুষ্ক।

চাঁদের মাটিতে জল উপস্থিত রয়েছে সে কথা পূর্বে প্রমাণিত হয়েছিল। তবে চীনের Chang’e 5 ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে মাটি থেকে এবং পাথর থেকে জলের চিহ্ন পেয়েছে। ল্যান্ডারে থাকা একটি ডিভাইসের সাহায্যে চাঁদের পাথরের উপর স্পেক্ট্রাল রিফ্লেক্টান্স পরিমাপের মাধ্যমে জল খুঁজে পেয়েছে। তবে সেখানে জলের পরিমাণ কতটা তা এখনও পরিষ্কার জানেন না গবেষকরা। বিজ্ঞানীরা জানিয়েছেন এই জলের উৎপত্তি হয়েছে কিছুটা এভাবে – সৌর বায়ুর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণ আদ্রতা তৈরি করে যার ফলে মাটিতে হাইড্রোজেন এর উপস্থিতি লক্ষ করা যায় যা জলের অনু গঠন করতে সাহায্য করে।

আরো পড়ুন-আশ্চর্য ছবি প্রকাশ করলো চিনের মঙ্গলযান তিয়ানওয়েন-১, দেখুন সেই ছবি

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী Chang’e 5 স্পেসক্রাফট চন্দ্রপৃষ্ঠের যে অঞ্চলে অবতরণ করেছিল সেখানেই জল এর সন্ধান পেয়েছে এবং ১৭৩১ গ্রাম নমুনা সংগ্রহ করে পৃথিবীকে ফিরিয়ে আনবে যেখানে থাকবে চন্দ্রপৃষ্ঠের এবং ভূতলের মাটির নমুনার সংমিশ্রণ।

Previous articleবিলুপ্তির পথ থেকে ফিরে আসলো ‘মোরগ মাছ’, পরুন সেই গল্প
Next articleStar explode: প্রথমবার নক্ষত্র বিস্ফোরণ প্রত্যক্ষ করলেন বিজ্ঞানীরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply