বিলুপ্তির পথ থেকে ফিরে আসলো ‘মোরগ মাছ’, পরুন সেই গল্প

আন্তর্জাতিক: আমরা মাঝে মাঝে বিভিন্ন সংবাদমাধ্যমে ও আমাদের এই ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রাণীর অবলুপ্তি বা তার সম্ভাবনার কথা। কিন্তু আজকের নিবন্ধটিতে আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে একটি বিরল প্রজাতির মাছ কে পুনরায় পরিবেশে ফিরিয়ে এনেছেন। শিরোনাম দেখেই বুঝতে পারছেন মাছটির নাম “মোরগ মাছ”

মাছটি লম্বায় ৭ সেন্টিমিটার, মাছটির বৈজ্ঞানিক নাম ‘টেকিলা স্প্লিটফিন‘। কমলা রঙের লেজের কারণে মাছটিকে মোরগ মাছ বলা হয়। মানুষের পরিসর বৃদ্ধি ও পরিবেশ দূষণের কারণে মাছটি ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যায়। দীর্ঘ কয়েক দশক ধরে এই মাছটিকে নিয়ে গবেষণা চালাচ্ছে মেক্সিকোর মিচোয়াকান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর পরবর্তী সময়ে এক বিজ্ঞানী দল মাছ টিকে বাঁচাবার সিদ্ধান্ত নেয়।

আরো পড়ুন- হেঁটে বেড়াচ্ছে মাছ, বিরল প্রজাতির মাছ দেখা মিলল অস্ট্রেলিয়াতে

২০১২ সালে বিজ্ঞানীদের হাতে ছিল মাত্র ৪৯ টি মাছ। সেখান থেকে তারা একটি জলাশয়ে মাছের প্রজনন ঘটে শুরু করেন বিজ্ঞানীরা এতে সাফল্য পান। ২ বছর পর এই মাছের সংখ্যা এসে দাঁড়ায় ১০ হাজার। এরপর প্রায় ২ হাজারের কাছাকাছি মাছকে প্রাকৃতিক জলাশয়ে ছাড়া হয়, এটা দেখার জন্য যে মাছগুলি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে কিনা।

এই মোরগ মাছ পরিবেশের জন্য যথেষ্ট উপকারী, ডেঙ্গু রোগ প্রতিরোধে এই মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সচেতনতার জন্য গবেষকরা এই মাছ জনগণকে খেতে বা ধরতে নিষেধ করেছেন।

মন্তব্য করুন