আইপিএল 2022 Retained খেলোয়ারদের তালিকা, 8 ফ্র্যাঞ্চাইজি

আইপিএল 2022 Retained খেলোয়ারদের তালিকা, 8 ফ্র্যাঞ্চাইজি

আইপিএল 2022 Retained খেলোয়ারদের তালিকা: আমরা সবাই জানি আইপিএল ২০২২ হতে চলেছে ১০ দলীয় টুর্নামেন্ট। সেই কারণে ২০২২ সালে বিসিসিআই মেগা নিলামের আয়োজন করবে। যার নিয়ম অনুসারে সংশ্লিষ্ট ৮ টি ফ্র্যাঞ্চাইজি কে ৪ টি খেলোয়ার বাদে বাকি সবাইকে ছেড়ে দিতে হবে। সেইমতো প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তাদের সংশ্লিষ্ট খেলোয়াড় কে ধরে রেখেছে। সেই তালিকাযই নিচে দেওয়া হল।

আইপিএল 2022 Retained খেলোয়ারদের তালিকা:-

১. সানরাইজার্স হায়দ্রাবাদ- ৩ জন খেলোয়াড়কে তারা এখনো পর্যন্ত Retaine করেছে তারা হলো কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), ওমরান মালিক (৪ কোটি)।

খেলোয়ার কেনার অর্থের পরিমাণ রয়েছে- ৬৮ কোটি

২. রাজস্থান রয়েলস- ৩ জন খেলোয়াড় কে বর্তমানে তারা Retaine করে রেখেছে যথা সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)।

খেলোয়ার কেনার অর্থের পরিমাণ রয়েছে- ৬২ কোটি

৩. দিল্লি ক্যাপিটাল- ৪ জন খেলোয়াড় কে তারা Retaine করে রেখেছে, ঋষভ পান্ত (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শ (৭.৫ কোটি), অ্যানরিচ নর্টজে (৬.৫ কোটি)।

খেলোয়ার কেনার অর্থের পরিমাণ রয়েছে- ৪৭.৫ কোটি

৪. পাঞ্জাব কিংস- ২ জন খেলোয়াড়কে তারা Retaine করে রেখেছে, মায়াঙ্ক আগরওয়াল (১৪ কোটি), আরশদীপ সিং (৪ কোটি)।

খেলোয়ার কেনার অর্থের পরিমাণ রয়েছে- ৭২ কোটি

৫. কলকাতা নাইট রাইডার্স- ৪ জন খেলোয়াড় কে তারা Retaine করে রেখেছে, আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৪ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৪ কোটি), সুনীল নারিন (৬ কোটি)।

খেলোয়ার কেনার অর্থের পরিমাণ রয়েছে- ৪৮ কোটি

আরো পড়ুন- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০২১-২২: ওয়ানডে সিরিজের দল ঘোষিত হল, দেখুন বিস্তারিত

৬. মুম্বাই ইন্ডিয়ান্স- ৪ জন খেলোয়াড় কে তারা Retaine করেছে, রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রিত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি) কাইরন পোলার্ড (৬ কোটি)।

খেলোয়ার কেনার অর্থের পরিমাণ রয়েছে- ৪৮ কোটি

৭. রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৩ জন খেলোয়াড়কে তারা রিটার্ন করেছে, বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মোহাম্মদ সিরাজ (৭ কোটি)।

খেলোয়ার কেনার অর্থের পরিমাণ রয়েছে- ৫৭ কোটি

৮. চেন্নাই সুপার কিংস- ৪ জন খেলোয়াড়কে তারা রিটার্ন করেছে, রবীন্দ্র জাদেজা (১৬ কোটি) MS ধোনি (১২ কোটি), মঈন আলি (৮ কোটি), রুতুরাজ গায়কওয়াড় (৬ কোটি)।

খেলোয়ার কেনার অর্থের পরিমাণ রয়েছে- ৪২ কোটি

Previous articleআশ্চর্য ছবি প্রকাশ করলো চিনের মঙ্গলযান তিয়ানওয়েন-১, দেখুন সেই ছবি
Next articleবিলুপ্তির পথ থেকে ফিরে আসলো ‘মোরগ মাছ’, পরুন সেই গল্প
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

3 COMMENTS

Leave a Reply