মঙ্গল গ্রহে অভিযান চালানোয় পিছিয়ে নেই চিনও। চীনের ইন্টারপ্লানেটারি মিশনের মূল হলো এই তিয়ানওয়েন-১। বছরের শুরুতেই এই মঙ্গলযান মহাকাশ থেকে মঙ্গলের একটি অত্যাশ্চর্য ছবি প্রকাশ করেছে নেট মাধ্যমে। যে ছবিটা তোলা হয়েছে মঙ্গল গ্রহের উত্তর মেরুর উপর থেকে। শুধু তাই নয়, ছবিতে দেখা মিলেছে লাল গ্রহ এবং তিয়ানওয়েন-১ এর অর্বিটারের আংশিক ও এন্টেনার ক্লোজআপ ছবি। এখানেই শেষ নয়, মহাশূন্য থেকে মঙ্গল গ্রহের ছবিও পাঠিয়েছে তিয়ানওয়েন-১।
চিনের তরফ থেকে বিজ্ঞানীরা জানিয়েছেন তিয়ানওয়েন-১ মঙ্গলযান যখন মঙ্গল গ্রহের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন একটি ছোট্ট ক্যামেরার সাহায্যে এই অত্যাশ্চর্য ছবিটি তুলেছে এবং সেগুলি মহাকাশ থেকে ওয়াইফাই এর সাহায্যে একটি রিলে করে অর্বিটারে পাঠানো হয়েছে। এই মহাকাশযানটি গত বছর মে মাসে মঙ্গল গ্রহে অবতরণ করেছিল। মঙ্গল গ্রহে অবতরণে সাহায্য করেছিল ঝুরং রোভার। তিয়ানওয়েন-১ দ্বারা প্রকাশিত ছবিটি সত্যিই মনমুগ্ধকর। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়েছে বেশ কিছুটা, মহাকাশপ্রেমীরা অনেক চর্চাও করেছেন ছবিটি নিয়ে।

আরো পড়ুন-Food Delivery In Space! মহাকাশে খাবার পৌঁছে দেবে উবার ইটস
মহাকাশ যানটি গত ২০২০ সালের জুলাই মাসে পৃথিবী থেকে লঞ্চ করা হয়েছিল মঙ্গলের উদ্দেশ্যে এবং গত বছরের মে মাসে এটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। মঙ্গল গ্রহের কক্ষপথের প্রদক্ষিণ করা কালীন এরপূর্বেও আরো একটি অত্যাশ্চর্য ছবি প্রকাশ করেছিল তিয়ানওয়েন-১। মঙ্গলযানটি তে থাকা ছোট্ট একটি ক্যামেরার সাহায্যে গভীর মহাকাশের একটি নিজস্বও তুলেছিল রোভারটি। এটি মঙ্গল গ্রহে চিনের প্রথম অভিযান। অভিযানের লক্ষ্য ছিল মঙ্গল গ্রহের ভূতত্ত্ব মানচিত্র এবং ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করা। এছাড়াও মঙ্গলগ্রহের আয়োনোস্ফিয়ার, মহাকর্ষীয় ক্ষেত্র গুলি এবং ইলেক্ট্রোম্যাগনেটিক স্তর গুলি কে বিস্তারিত পর্যবেক্ষণ এবং অধ্যায়ন করা। বর্তমানে এটি মঙ্গল গ্রহে থাকা রোভার এবং পৃথিবীর মাঝে যোগাযোগ স্থাপনের কাজ করে চলেছে।