বৃষ্টির সঙ্গে মাছ, ব্যাঙ! অদ্ভুত ঘটনা আমেরিকায়

বৃষ্টিপাত আমাদের জীবনের সাধারন একটি বিষয়, বৃষ্টির সঙ্গে শীলাও মাটিতে পড়তে আমরা দেখেছি। কিন্তু মাছ, ব্যাঙ, ব্যাঙাচি ইত্যাদি বৃষ্টির সঙ্গে মুড়ির মতো মাটিতে পড়ছে এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে। এমনই ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাস শহরে।

বর্ষবরণের ঠিক আগের দিন ৩০ শে ডিসেম্বর বিকেল বেলায় ঝড়-বৃষ্টি চলাকালীন বৃষ্টির সঙ্গে শ-য়ে, শ-য়ে মাছ, ব্যাঙ ও বিভিন্ন জলজ পোকামাকড় মাটিতে পড়তে দেখা যায়। যে খবরটি আমেরিকার টেক্সাস শহরের কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন।
ফেসবুক পেজে তারা লিখেছেন যে, “২০২১ সমস্ত কৌশল বার করেছে, যার মধ্যে অন্যতম আজ মাছের বৃষ্টি এবং এটি কোন রসিকতা নয়।”
“প্রাণী বৃষ্টি হল এমন একটি ঘটনা যা ঘটে যখন ছোট জলের প্রাণী যেমন ব্যাঙ, কাঁকড়া এবং ছোট মাছ পৃথিবীর পৃষ্ঠে জলের উপরে ভেসে থাকে। ঝড়ের কারণে তারা তখন বৃষ্টির মতো একই সময়ে বৃষ্টির সঙ্গে নেমে আসে।”
“যদিও এটি অস্বাভাবিক, এটি ঘটে, যেমনটি আজ টেক্সাস শহরের বেশ কয়েকটি জায়গায় প্রমাণিত। সুতরাং, আমাদের আপনার মাছের ছবি দেখান! এবং অনুগ্রহ করে, সকলের স্বার্থে, আসুন যতটা সম্ভব শান্তভাবে ২০২২ এর দিকে এগিয়ে যাওয়া যায়।”

আরো পড়ুন- বিশ্বের প্রথম ভাসমান সুইমিং পুল বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের বিলের জন্য

তবে মাছের বৃষ্টি এই প্রথম নয় আমেরিকা সহ বিভিন্ন দেশে এর আগেও এরকম ঘটনা দেখা গিয়েছে। মাছের বৃষ্টি প্রধানত ঝড় বৃষ্টির সময় ঘটে। মাছ বা জলজ্জ ছোট প্রাণী যদি প্রাকৃতিক দুর্যোগের সময় জলস্তর এর একদম উপরিভাগে থাকে তবে তা ঝড়ের কারণে উপরে উঠে যায় এবং বৃষ্টির সঙ্গে নিচে নেমে আসে। কারণেই এটিকে মাছে বৃষ্টির বলা হয়।

মন্তব্য করুন