ফ্রী ফায়ার ব্যান! ভারতে ৫৪টি চিনা অ্যাপ ব্যান, কারণ জানালেন নির্মলা সীতারমণ

গত ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিনে ভারতে পাঁচ দফায় মোট ৫৪টি চাইনিজ অ্যাপ ব্যান করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। আর এই অ্যাপ গুলোর তালিকায় শীর্ষে রয়েছে গারিনা ফ্রী ফায়ার (Garena Free Fire) এছাড়াও রয়েছে অন্যান্ন আরো অনেক চাইনিজ অ্যাপ এবং গেমস। প্রথম দফায় ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছিল দেশের নিরাপত্তা ব্যবস্থার ঝুঁকি সৃষ্টি করছে এই ধরনের অ্যাপ এবং গেমগুলি। যে কারণে সরকারের তরফ থেকে অ্যাপগুলি সম্পূর্ণ নিষিদ্ধ করেন করা হয়েছে। অন্যদিকে এতগুলি অ্যাপ একসাথে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়ার পেছনের কারণটি অজানাই ছিল, গত মঙ্গলবার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অ্যাপ গুলি নিষিদ্ধকরণের ব্যাপারে সম্পূর্ণ স্পষ্ট একটি তথ্য প্রকাশ করেন।

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি বিবৃতিতে জানিয়েছেন এই অ্যাপগুলি আমাদের দেশের জন্য অনেকটাই ক্ষতিকারক, তিনি আরো জানান ফিনান্সিয়াল স্টাবিলিটি ডেভলপমেন্ট কাউন্সিলের মিটিংয়ে এই অ্যাপ গুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। অন্যদিকে মিনিস্ট্রি অফ হোম আফেয়ারস এর একটি রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে ভারতে যে ২৬৭টি চাইনিজ অ্যাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল সেগুলোর মতোই এই অ্যাপ গুলো ভারতের প্রাইভেসি সংক্রান্ত এবং সিকিউরিটির জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপূর্বে ২০২০ সালে প্রথম দফায় ৫৯টি চাইনিজ অ্যাপ এরপর দ্বিতীয় দফায় ৪৭টি চাইনিজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে আরো ১১৮ টি এবং ৪৩ টি চাইনিজ অ্যাপ ব্যান করা হয় ভারতে।

আরো পড়ুন-গাড়ি না কিনে সাবস্ক্রিপশন প্লানে গাড়ি চালান- মারুটি সুজুকির নতুন অফার

ভারত সরকারের তরফ থেকে ভারতে এই অ্যাপগুলি সম্পূর্ণ নিষিদ্ধ করার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এই অ্যাপগুলি ভারতীয়দের অ্যাপ ব্যাবহারকারীদের কাছ থেকে বেশকিছু জটিল তথ্য সংগ্রহের অনুমতি চাইছিলো যে তথ্যগুলি বেশ স্পর্শ কাতর, এছাড়াও তারা জানিয়েছেন এই ধরনের তথ্যগুলি দেশের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। অন্যদিকে অ্যাপ গুলো ব্যান হওয়ার পরেও অনেক ইউজাররাই এগুলি ব্যবহার করতে পারছেন বলেও জানা গিয়েছে। যেমন গারিনা ফ্রী ফায়ার ব্যাটেল রয়েল গেমটি এখনো অ্যান্ড্রয়েড ফোনে খেলা সম্ভব হচ্ছে, তার কারণ যাদের কাছে এই অ্যাপগুলি আগে থেকে ইন্সটল করা ছিল তারাই এগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু নতুনভাবে অ্যাপ গুলো ডাউনলোড করা যাবে না কোন জায়গা থেকেই। বিশেষজ্ঞদের পক্ষ থেকে অ্যাপগুলি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন