গঙ্গা বিলাস: বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী ভ্রমণ, কত টাকা ভাড়া দিতে হবে?

গঙ্গা বিলাস: বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী ভ্রমণ, কত টাকা ভাড়া দিতে হবে?

বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী ভ্রমণ: গঙ্গা বিলাস যা কিছুদিন আগেই শুভ যাত্রা শুরু করেছে প্রথমবারের জন্য। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এই যাত্রার শুভ সূচনা করেছেন। এই গঙ্গা বিলাস যাত্রা ৫১ দিন ধরে চলবে, যা ভারতের পাঁচটি রাজ্যকে কভার করবে নদীপথে। ৩২০০ কিলোমিটারের এই লম্বা যাত্রা বিহার, পশ্চিমবঙ্গ, ঢাকা ও তারপর ভারতের অসম রাজ্যে গিয়ে শেষ হবে। গঙ্গা বিলাস জাহাজের সম্পূর্ণ ভিডিও নিচে দেওয়া হল।

গঙ্গা বিলাস: বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী ভ্রমণ, কত টাকা ভাড়া দিতে হবে?
image credit- Indian port official

কত টাকা ভাড়া দিতে হবে এই গঙ্গা বিলাসের জন্য?

এই গঙ্গা বিলাস জাহাজে বর্তমানে ৩৬ জন যাত্রী ধারণ করার ক্ষমতা রাখে। তবে এই যাত্রা হবে সম্পূর্ণ বিলাসবহুল, এই গঙ্গা বিলাস যাত্রা প্রত্যেক জন যাত্রী খরচ পড়বে ৫০-৫৫ লক্ষ টাকা। তবে যদি আপনি এই বিলাসবহুল গঙ্গা যাত্রায় ভ্রমনে যেতে চান তবে আপনাকে অপেক্ষা করতে হবে অনেকদিন কারন ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত সমস্ত সিট বুকিং রয়েছে। এপ্রিল, ২০২৪ থেকে আপনি বুকিং করতে পারবেন।

আরো পড়ুন- ২৫ তম জন্মদিন টাটা ইন্ডিকার, আবেগপ্রবণ বার্তা রতন টাটার

বারানসি থেকে আসামের ধ্রুবগর পর্যন্ত এই লম্বা যাত্রায় আপনি ভারত ও বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতা সম্পন্ন সমস্ত স্থানগুলি কে ভ্রমণ করতে পারবেন। প্রথম এই যাত্রায় ৩২ জুন সুইজারল্যান্ডের নাগরিক অংশগ্রহণ করেছেন এবং এর পরবর্তীকালে এক বছরের মধ্যে তারা অংশ নেবেন তারা বেশির ভাগই ইউরোপ ও আমেরিকার টুরিস্ট।

এই গঙ্গা বিলাসে কিরকম খাবার পরিবেশন হবে?

এই যাত্রায় সম্পূর্ণ ভেজিটেবিল খাবার দ্বারা পরিবহিত হবে, কোনরকম নন ভেজিটেবিল ও liquor থাকবে না। জাহাজটিতে ৩৯ জন ক্রু-মেম্বার রয়েছেন ও জাহাজের ক্যাপ্টেন মহাদেব নায়েক যিনি ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ৫১টি টুরিস্ট স্পট দেখানো হবে সমস্ত যাত্রীকে, MV Ganga Vilas টি ৬২ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া।

Twitter credit- Sri Nitin Gadkari
Previous articleভারতের প্রথম প্রাইভেট স্পেস কোম্পানি, লঞ্চ করবে ২০,০০০ স্যাটেলাইট
Next articleহবু জামাইয়ের খেলাতে খুশি সুনীল শেট্টি, IND VS SL 2ND ODI
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply