Gold Recovers from Sim card: সিম কার্ড থেকে সহজ উপায়ে গোল্ড বের করলেন গবেষকরা!

Gold Recovers from Sim card: সিম কার্ড থেকে সহজ উপায়ে গোল্ড বের করলেন গবেষকরা!

Gold Recovers from Sim card: আমাদের ফোনে ব্যবহৃত সিম কার্ডগুলি নষ্ট হয়ে গেলে আমরা তা ফেলে দিই। তবে এই সিম কার্ডেই থাকে সোনা। যদিও এই সোনা রিসাইকেল করার কোন সহজ প্রক্রিয়া এখনো পর্যন্ত আমাদের অজানাই ছিল।

সম্প্রতি গবেষকরা এমন এক সহজ উপায় আবিষ্কার করেছেন যা শুনে আপনি একবার হলেও চমকে যাবেন। ফোনে ব্যবহৃত সিমকার্ড নষ্ট হয়ে গেলে আমরা অবশ্যই তা ফেলে দিই, কিন্তু ওই সিম কার্ডেই থাকে সোনা। হ্যাঁ! এটা সত্যি। সিম কার্ড তৈরিতে ব্যবহৃত হয় সোনা, তবে এই সোনা আমরা সিম কার্ড থেকে রিসাইকেল করে বের করতে পারি না। কারণ এতদিন পর্যন্ত সোনা বের করার সহজ প্রক্রিয়া আমাদের অজানা ছিল। তাই এই সমস্ত নষ্ট হয়ে যাওয়া সিম গুলি ই-ওয়েস্ট-এ রূপান্তরিত হয়।

একটি প্রতিবেদন অনুযায়ী সিম কার্ড থেকে সোনা বের করা একটি খরচাপেক্ষ কাজ যে কারণে এতদিন ধরে সিমকার্ড নষ্ট হলে তার থেকে সোনা বের করা হতো না। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন কিভাবে কম খরচে এই সিম থেকে সোনা রিকভার করা যায় সেই বিষয়ে। সম্প্রতি এই চিন্তা ভাবনার উপরেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই সিম কার্ড থেকেও সোনা বের করা সম্ভব, তাও আবার সহজ উপায়। লন্ডনের গবেষকরা জানিয়েছেন সিমকার্ডে সোনার স্তর মাউন্ট করা হয় যা অত্যন্ত ভালো বিদ্যুৎ পরিবাহী এবং এই ধাতু দ্রুত খারাপ হয় না।

সিম কার্ড যেহেতু অনেক ছোট আকৃতির সে কারণে সিম কার্ডে থাকা সোনার পরিমাণও অল্প হয়। কয়েক হাজার সিম কার্ড থেকে মাত্র কয়েক গ্রাম পর্যন্ত সোনা পাওয়া যেতে পারে। যে কারণে অনেকে এই প্রশ্ন তুলেছিলেন যে ওই অল্পমাত্রা সোনা রিকভারিতে কোন লাভ আছে কিনা। তবে সম্প্রতি আবিষ্কৃত এক গবেষণা থেকে জানা গিয়েছে সিম কার্ড থেকে সোনা বের করার এক সহজ উপায়।

আরো পড়ুন -YouTube Shorts: ইউটিউব শর্টস থেকেও করা যাবে ইনকাম, ইউটিউবের নয়া আপডেট

নতুন যে পদ্ধতির মাধ্যমে সিম কার্ড থেকে সোনা বার করার সহজ উপায়ে কথা জানানো হয়েছে। তার ফলে সোনা উত্তোলনের পরিবেশের যে ক্ষতি হয় তা অনেকটা লাঘব হবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। বাতিল এবং খারাপ হয়ে যাওয়া সিম কার্ডগুলি বজ্র হিসেবে না ফেলে দিয়ে তা ঠিকঠাক রিসাইকেল করলে বিভিন্ন মেডিকেল ডিভাইস তৈরিতেও কাজে লাগতে পারে এই সিমগুলি।

Previous articleBajaj Platina 100: দুর্দান্ত অফার, মাত্র ৯ হাজার টাকায় ঘরে নিয়ে আসুন প্লাটিনা ১০০
Next articleMPL Report: দেশে মোবাইল গেমারদের সংখ্যা কোথায় কত জানেন? তথ্য দিল MPL
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply