Bajaj Platina 100: দুর্দান্ত অফার, মাত্র ৯ হাজার টাকায় ঘরে নিয়ে আসুন প্লাটিনা ১০০

Bajaj Platina 100: দুর্দান্ত অফার, মাত্র ৯ হাজার টাকায় ঘরে নিয়ে আসুন প্লাটিনা ১০০

Bajaj Platina 100: বাজাজের অন্যতম মাইলেজ কিং নামে পরিচিত platina 100, আজই বাড়ি নিয়ে আসুন মাত্র ৯ হাজার টাকায়।

বাজাজের তরফ থেকে তাদের অন্যতম বাজাজ প্লাটিনা ওয়ানহান্ড্রেড এর উপর দুর্দান্ত ডিসকাউন্ট দেয়া হয়েছে। কম দাম এবং অনেক বেশি মাইলেজ সহ এই বাইকটি গত কয়েক দশক ধরে ভারতের বাজার নিজের হাতের মুঠে করে রেখেছে। অল্প খরচে বেশি মাইলেজ এবং দুর্দান্ত পারফরমেন্সের এই বাইকটি আপনি অনেক কম ডাউন পেমেন্ট বাড়ি নিয়ে আসতে পারবেন এবং প্রতি মাসে আপনাকে দিতে হবে সামান্য কিছু ইএমআই, সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

বাজাজের প্লাটিনা ওয়ান হান্ড্রেড বাইক আপনাকে দেবে প্রতি লিটারে ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ। মডেলটির দাম ভারতীয় বাজারে ৬৪,৬৫৩ টাকা (এক্স শোরুম) দিল্লি। বাইকটির অন রোড প্রাইস ৭৮,৬৫২ টাকা অর্থাৎ ৭৯ হাজার টাকা হাতে থাকলে আপনি বাইক কিনে নিতে পারবেন। কিন্তু বিশেষ অফার রয়েছে বাজাজের তরফ থেকে। আপনি এই বাইকটি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র ৯ হাজার টাকার ডাউন পেমেন্ট-এ।

আরো পড়ুন -Auto Expo 2023: এবছরের সেরা লুকের চোঁখ ধাঁধানো গাড়িগুলি দেখুন একনজরে

মাত্র ৯ হাজার টাকার ডমপমেন্টের সাথে আপনি বাইকটি নিয়ে আসতে পারবেন বাড়িতে। এরপর আপনাকে ৬৯,৬৫২ টাকা ইএমআই এর মাধ্যমে শোধ করতে হবে। ইএমআই-এর ক্ষেত্রে আপনার সুদ হবে ৯.৭ শতাংশ, অর্থাৎ পরবর্তী ৩৬ মাসে আপনাকে ২,২৩৮ টাকা ইএমআই হিসেবে দিয়ে গাড়িটি নিয়ে আসতে পারবেন নিমিষেই।

Previous articleAuto Expo 2023: এবছরের সেরা লুকের চোঁখ ধাঁধানো গাড়িগুলি দেখুন একনজরে
Next articleGold Recovers from Sim card: সিম কার্ড থেকে সহজ উপায়ে গোল্ড বের করলেন গবেষকরা!
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply