Bajaj Qute: ২.৮০ লাখের সেরা গাড়ি

Bajaj Qute: ২.৮০ লাখের সেরা গাড়ি

Bajaj Qute: ২.৫ থেকে ৩ লাখের মধ্যে সেরা পার্সোনাল কার নিয়ে হাজির বাজাজ। ন্যানো ইলেকট্রিক গাড়িকে টেক্কা দেবে এই গাড়ি।

সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে টাটা তাদের অন্যতম ন্যানো গাড়ির একটি ইলেকট্রিক ভার্সন ভারতে আনতে চলেছে। তবে এই গাড়ি আসার আগেই বাজাজ তাদের নতুন একটি গাড়ি নিয়ে হাজির। বাজাজের তরফ থেকে জানানো হয়েছে তাদের নতুন বাজাজ Qute গাড়িটির দাম আড়াই থেকে তিন লাখের মধ্যে হবে এবং এই গাড়িকে পার্সোনাল কার হিসেবে দেশের বাজারে লঞ্চ করবে বাজাজ।

বাজাজের নতুন Qute গাড়িটিকে একটি পার্সোনাল গাড়ি হিসেবে ভারতীয় রাস্তায় নামাতে চলেছে, যেখানে তারা পরিবর্তন করেছে একাধিক ফিচারস। নন ট্রান্সপোর্ট ভিয়িক্যাল হিসেবে এটি অনুমোদন পাওয়ার পর ১৭ কেজি পর্যন্ত ওজন বাড়ানো হয়েছে, ২১৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িতে যা শক্তি তৈরি করে ১২ bhp পর্যন্ত। ৭০ থেকে ৮০ কিলোমিটার সর্বোচ্চ গতি ছুতে পারে এই গাড়ি। এই গাড়িকে ভারতের প্রথম অটো ট্যাক্সিও বলা হয়।

আরো পড়ুন -Bajaj Platina 100: দুর্দান্ত অফার, মাত্র ৯ হাজার টাকায় ঘরে নিয়ে আসুন প্লাটিনা ১০০

এই গাড়িতে চালকসহ মোট চারজন বসতে পারবেন। এয়ারকন্ডিশন থেকে শুরু করে ডিস্ক ব্রেক, এয়ার ব্যাগ এবং পাওয়ার স্টিয়ারিং এর মত বিশেষ ফিচার গুলি যুক্ত করা হচ্ছে এই গাড়িতে। এছাড়াও এই গাড়িতে থাকবে স্লাইডিং ও ম্যানুয়াল উইন্ডো। ৫ ফিট গিয়ার বক্স থাকবে এই গাড়িতে এবং এই গাড়ির মাইলেজ হতে চলেছে ৩৬ কিলোমিটার।

Previous articleলায়ন ও অ্যাস্টন আগার ভারতে টেস্ট সিরিজ যেতে পারে- অস্ট্রেলিয়ার কোচ
Next articleকাগজের আবিষ্কারক কে ছিলেন? নিত্য প্রয়োজনীয় বস্তু কাগজ আবিষ্কারের ইতিহাস
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply