গুগল কে ১৩৩৮ কোটি টাকার জরিমান ভারত সরকারের, কিন্তু কেন?

গুগল কে ১৩৩৮ কোটি টাকার জরিমান ভারত সরকারের, কিন্তু কেন?

গুগলকে জরিমানা করল ভারত সরকার কিন্তু কেন কি কারনে গুগল কে এত বড় অঙ্কের জরিমানা করল দেখে নিন বিশদে। ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইবুনাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গুগলকে জরিমানা দিতেই হবে এবং এই জরিমানার ১০% আগত নির্দিষ্ট দিনে জমা দিতে হবে।

তবে google এই শাস্তির বিরুদ্ধে আবেদন করে এবং সেই আবেদন গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। গুগল CCI এর দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে বলেছিল এই রায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি ধাক্কা। যা ভারতের এই ডিভাইসদুলিকে ব্যয়বহুল করে তুলবে।

প্রসঙ্গত ২০ অক্টোবর ২০২২ অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা বিরোধী অনুশীলন করার জন্য CCI গুগলকে এই বড় অংকের জরিমানা করে। এরপরই গুগল NCLAT এর কাছে এই আদেশের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছিল। তবে ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইবুনাল এব্যাপারে কোনও স্থগিতাদের দিতে অস্বীকার করেছে।

আরো পড়ুন- হোয়াটসঅ্যাপ থেকে লোন পান ১ মিনিটে

CCI টুইটারের মাধ্যমে শেয়ার করেছে যে, “অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস ইকোসিস্টেমে একাধিক বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের জন্য CCI Google-কে 1337.76 কোটি টাকার আর্থিক জরিমানা আরোপ করেছে”।

CCI টুইটার পোষ্ট

Twitter credit- CCI
Previous articleঅর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভারত শ্রীলংকা একদিনের আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে
Next articleTsunami: আছড়ে পড়তে পারে সুনামি, ভয়াবহ বিপদের আশঙ্কা এই দ্বীপগুলিতে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply