অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভারত শ্রীলংকা একদিনের আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে

১০ জানুয়ারি ২০২৩ শুরু হচ্ছে ভারত শ্রীলংকা তিন ম্যাচের একদিনের সিরিজ। প্রথম ম্যাচ আয়োজিত হবে আসামের গোহাটিতে এবং দ্বিতীয় ম্যাচ ১২ই জানুয়ারি আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। এই উপলক্ষে রাজ্য সরকার ঐদিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে তবে এর মধ্যে আছে একটু টুইস্ট।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে ভারত শ্রীলংকা একদিনের ম্যাচের জন্য রাজ্য সরকার অর্ধ দিবস ছুটির ঘোষণা করেছে এই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেয়নি, দিয়েছে অসম রাজ্য সরকার। ১০ জানুয়ারি গোহাটিতে আয়োজিত হচ্ছে প্রথম একদিনের ম্যাচ যে কারণে সেখানকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে।

আরো পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩: সহজ হলো ভারতের রাস্তা

ইতিমধ্যে ভারতীয় দল গৌহাটিতে পৌঁছে গেছে এবং ম্যাচের আগের দিন তারা অনুশীলন সারবে। এই ম্যাচের পূর্বে গুহাটি স্টেডিয়াম একটি মাত্র একদিনের ম্যাচ আয়োজন করেছে সেটি হল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচ ভারত জয় লাভ করে। এছাড়া একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যে ম্যাচে মাঠের মধ্যে সাপ ঢুকে পড়েছিল। এবার এই ধরনের সমস্যা এড়াতে মাঠে ও মাঠের চারপাশে বিভিন্ন ধরনের স্প্রে করা হচ্ছে। ম্যাচটি সফলভাবে আয়োজনের সম্পূর্ণ চেষ্টা করছে অসীম ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Leave a Reply