Hero motors sales 2022: দেখুন ভারতের এক নম্বর মোটরসাইকেল কোম্পানির বিক্রির রিপোর্ট

Hero motors sales 2022: দেখুন ভারতের এক নম্বর মোটরসাইকেল কোম্পানির বিক্রির রিপোর্ট

Hero motors sales 2022: দীর্ঘদিন ধরেই ভারতের দুই চাকা গাড়ি কোম্পানির দিক দিয়ে হিরো মোটরস কর্পোরেশন লিমিটেড এক নম্বর স্থান দখল করে আছে। এবার আসুন দেখে নেওয়া যাক গত বছর এবং এবছর কেমন গেল ভারতের এই এক নম্বর মোটরসাইকেল জায়ান্ট কোম্পানির বিক্রি।

গতবছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালের হিরো মোটরস কর্পোরেশন লিমিটেডের বিক্রির পরিমাণ ০.১৫% কমেছে। ২০২১ সালে হিরো মোটরসাইকেল, স্কুটার সব মিলিয়ে বিক্রি হয়েছে ৫,
৫০,৩৪,৪২২ টি এবং এবছর ২০২২ সালে ৫০,২৬,৭১৭ টি। নিচের দেওয়া চার্টে যা বিস্তারিত দেওয়া হলো।

আরো পড়ুন- BGMI : ১৫ই জানুয়ারি পুনরায় ফিরতে চলেছে BGMI, এমনই দাবি করছেন ভারতীয় গেমিং কমিউনিটি

Hero motors sales 2022

মাস২০২১২০২২
জানুয়ারি৪,৬৭,৭৫৩৩৫৮৬৬০
ফেব্রুয়ারি৪৮৪৪০৫৩,৩১,৪২১
মার্চ৫,৪৪,৩২০৪,১৫,৭২৬
এপ্রিল৩,৪২,৬১৪৩,৯৮,৪৬৪
মে১৫৯৫৩৮৪,৬৬,৪৩৮
জুন৪,৩৮,৪৪৫৪৬৩১৮০
জুলাই4,29,138৪,৩০,৬৫৪
আগস্ট৪,৩১,১৩৭৪৫০৭০৭
সেপ্টেম্বর৫,০৫,৯৪৬৫,০৭,৬৫০
অক্টোবর৪,৪২,৭৯৬৫,২৭,৭৭৯
নভেম্বর৩,২৮,৮৬২৩৭৯,৭০৯
ডিসেম্বর৩,৭৪,৪৮৫৩,৮১,৩৬৫
মোট৫০,৩৪,৪২২৫০,২৬,৭০৭
Previous articleবন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, সময়সূচী? সব তথ্য
Next articleOnline Games New Rules: অনলাইন গেমিং এ নতুন আইন নিয়ে কড়াকড়ি কেন্দ্রের
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply