Online Games New Rules: অনলাইন গেমিং এ নতুন আইন নিয়ে কড়াকড়ি কেন্দ্রের

Online Games New Rules : ভারত সরকারের তরফ থেকে অনলাইন গেমিং বিষয়ে নতুন নিয়ম নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই চালু হবে নতুন নিয়ম। অনলাইন গেমিং এ আর্থিক ঝুঁকি বিষয়গুলির উপরেই নতুন নিয়ম চালু হতে চলেছে।

ভারতে অনলাইন গেমিং নিয়ে একটি খসড়া ইস্যু করেছে ভারত সরকার। অনলাইন গেমের ক্ষেত্রে আর্থিক ঝুঁকির বিষয় নজরাধিন হলে গেমিং পাবলিশিং সংস্থাগুলি কি করতে পারবে এবং কি কি করতে পারবেনা সেই বিষয়গুলির উপরে নতুনভাবে নিয়ম কার্যকরী হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। নতুন এই খসড়ার মধ্যে যুক্ত হয়েছে AI, VR এবং METAVARSE। এই সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করবে ভারত সরকারের বিশেষ মন্ত্রণালয়। পাবলিক কনসালটেন্ট এর জন্যই নতুন এই নোটিফিকেশন জারি করেছে কেন্দ্র এবং আগামী ৩০ দিনের মধ্যেই এই নোটিফিকেশনের উপর মতামত পেশ করার কথা জানানো হয়েছে।

সম্প্রতি ভারতীয় কেন্দ্র সরকারের তরফ থেকে খসরার মাধ্যমে বিভিন্ন গেমিং সংস্থাগুলিকে সেল্ফ রেগুলেটরি বডি গঠন করতে এবং গেমিং সাইটে রেজিস্টার করতে বলা হয়েছে। এই দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে অনলাইন গেমিং এর নোডাল মিনিস্ট্রির হাতে। অর্থাৎ এই মিনিস্ট্রি আগামী দিন থেকে অনলাইন গেমিং এর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে। এই মন্ত্রণালয়ের থেকে একটি নোটিশে তারা জানিয়েছেন অনলাইন গেমিং কোম্পানিগুলিকে এই সেলফ রেগুলেটরি প্র্যাক্টিস শুরু করতে হবে এবং নিজেদের প্ল্যাটফর্মে প্লেয়ারদের ভেরিফিকেশন বিষয়টিও বাধ্যতামূলক করতে হবে যে কোন গেমিং কোম্পানিকে।

এবার জেনে নেওয়া যাক নতুন এই নিয়মাবলির খুঁটিনাটি। পূর্বে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল গেমিং ইন্ডাস্ট্রিতে বর্তমানের জিজিআর (GGR) এর পরিমাণ ১৮ শতাংশর, এর পরিবর্তে মোট পরিমাণের উপরে ২৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর বা GST আরোপ করা হতে পারে। GGR এর চার্জ করা ফি হল যেটি খেলোয়াড়দের কে দিতে হয় অনলাইন গেমএর ক্ষেত্রে এবং কন্টেন্ট এন্ট্রি এমাউন্ট বা প্রতিযোগিতায় প্রবেশের পরিমাণ হল সেই গেমিং প্লাটফর্মের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের দ্বারা জমা করা সম্পূর্ণ অর্থের পরিমাণ।

আরো পড়ুন -BGMI : ১৫ই জানুয়ারি পুনরায় ফিরতে চলেছে BGMI, এমনই দাবি করছেন ভারতীয় গেমিং কমিউনিটি

ভারতীয় কেন্দ্র সরকার এর পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু ভারত সরকার ইতিমধ্যেই ই-স্পোর্টস কে একটি সরকারি স্বীকৃতি দিয়েছে সেক্ষেত্রে এটি একটি দেশের প্রধান খেলার ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত হয়েছে। যে কারণে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৭৭ অনুচ্ছেদের ধারা (৩) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে নিয়ন্ত্রণ করবেন ইHস্পোর্টস কে। ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং ক্রিয়া মন্ত্রককে দেশের মাল্টি স্পোর্টস ইভেন্টে অংশ হিসেবে ই-স্পোর্টসকে অন্তর্ভুক্ত করতে বলেছেন তিনি।

“Online Games New Rules: অনলাইন গেমিং এ নতুন আইন নিয়ে কড়াকড়ি কেন্দ্রের”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন