গৌতম আদানী হচ্ছেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি? ছাড়িয়ে যাবেন ইলন মাস্কে?

গৌতম আদানী হচ্ছেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি? ছাড়িয়ে যাবেন ইলন মাস্কে?

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী হয়তো আর কিছুদিনের মধ্যেই গৌতম আদানী হয়ে যেতে পারেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি এবং তিনি ছাড়িয়ে যাবেন ইলন মাস্কেও। ইলন মার্কস টুইটার কোম্পানি কেনার পর থেকেই তার নেটওয়ার্থ কমতে শুরু করে এবং তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তালিকায় প্রথম থেকে দ্বিতীয় স্থানে চলে আসেন। প্রথম স্থান দখল করেন ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট, যিনি LVMH কোম্পানির সৃষ্টিকর্তা।

আন্তর্জাতিক তথ্য অনুযায়ী গৌতম আদানী এ বছর ৪৯ বিলিয়ন ডলার নিজের নেটওয়ার্থ যোগ করতে সক্ষম হয়েছেন সেখানে ইলন মাস্ক ১৩৩ বিলিয়ন ডলার হারিয়েছেন। বর্তমান তথ্য অনুযায়ী ইলন মাস্কের নেটওয়ার্থ ১৪৬ বিলিয়ন ডলার এবং গৌতম আদানির নেটওয়ার্থ ১২৬ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের মতে সবকিছু ঠিকঠাক চললে গৌতম আদনির ৫ সপ্তাহ বা ৪০ দিন মতো লাগতে পারে ইলন মাস্ক কে বিড করার জন্য।

প্রসঙ্গত ইলন মাস্ক ১৩ ডিসেম্বর বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তির জায়গা হারিয়েছেন, ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হতে যাচ্ছে যিনি ২০০ বিলিয়ন ডলার নিজের নেটওয়ার্থ হারাতে চলেছেন। ৪ নভেম্বর ২০২১ যখন ইলন মাক্স এর নেটওয়ার্থ ছিল ৩৪০ বিলিয়ন ডলার। ইলন মার্কস এর নেটওয়ার্থ কম হবার ফলে টেসলার শেয়ার মার্কেটেও এর প্রভাব পড়েছে।

আরো পড়ুন- NASA: বিজ্ঞানীদের নতুন খোঁজ, মঙ্গল গ্রহের ভিডিওতে দেখা মিলল বরফ, মাকড়শার মত অদ্ভুত বস্তুর

অন্যদিকে ভারতের গৌতম আদানি এশিয়ার এক নম্বর ধনী ব্যক্তির সাথে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি বর্তমানে। এ বছর আদানি গ্রুপের সবচেয়ে ব্যস্ততম বছর গেছে, কারণ এবছরই তারা ১০ বিলিয়ন ডলার দিয়ে সুইস সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলসিম লি কোম্পানিকে নিজেদের অধীনে নিয়ে এসেছেন। এছাড়া ভারতের সংবাদ সম্প্রচারকারী সংস্থা NDTV কে কিনে নিয়েছেন। এছাড়া আদানি গ্রুপ ঘোষণা করেছে যে তারা ৭০ বিলিয়ন ডলার তারা আদানি গ্রীন এনার্জি লিমিটেডে খরচ করবে। যে কোম্পানি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি প্রদান কারী কোম্পানি।

Previous articleOnline Games New Rules: অনলাইন গেমিং এ নতুন আইন নিয়ে কড়াকড়ি কেন্দ্রের
Next articleHero Vida V1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ, রিভিউ, আপডেট, মাইলেজ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply