Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ, রিভিউ, আপডেট, মাইলেজ

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার: সম্প্রতি ভারতের এক নাম্বার মোটরসাইকেল কোম্পানি হিরো মোটর কর্পোরেশন তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে Hero Vida V1। এটি একটি ইলেকট্রিক স্কুটার যা বর্তমানে দুটি ভার্সনে লঞ্চ হয়েছে এবং বিক্রিও শুরু হয়ে গিয়েছে। আপনি চাইলে হিরো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্কুটার টি বুক করতে পারবেন ২৪৯৯ টাকা দিয়ে যা সম্পূর্ণ রিফান্ডেবল।

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার দুটি ভার্সনের লঞ্চ হয়েছে Hero Vida V1 plus এবং Hero Vida V1 pro। দুটির মধ্যে পার্থক্য বলতে গেলে ব্যাটারি এবং মাইলেজ।

Hero Vida V1 plus

ব্যাটারি- ৩.৪ কিলোওয়াট
মাইলেজ- ১৪৩ কিলোমিটার
ব্যাটারি পরিবর্তন করা যাবে,
স্পিড- ০ থেকে ৪০ পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে ৩.৪
সর্বোচ্চ স্পিড- ৮০ কিমি/ঘন্টা
মুডস- Eco, Ride and Sport
ওজন- ১২৪
চার্জের সময়- ৫ ঘন্টা ১৫ মিনিট
ফাস্ট চার্জার- ২ ঘন্টা
স্কুটার মূল্য- ১.২৮ লাখ

Hero Vida V1 pro

ব্যাটারি- ৩.৯৪ কিলোওয়াট
মাইলেজ- ১৬৫ কিলোমিটার
ব্যাটারি পরিবর্তন করা যাবে,
স্পিড- ০ থেকে ৪০ পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে ৩.২
সর্বোচ্চ স্পিড- ৮০ কিমি/ঘন্টা
মুডস- Eco, Ride and Sport
ওজন- ১২৫
চার্জের সময়- ৫ ঘন্টা ৫৫ মিনিট
ফাস্ট চার্জার- ২ ঘন্টা ২০ মিনিট
স্কুটার মূল্য- ১.৩৯ লাখ

আরো পড়ুন- বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। চালু হলো পর্যটকদের জন্য

দুটি গাড়ির ক্ষেত্রেই ফিচারস একই রকম LED projector lamp, ৭ ইঞ্চি TFT ডিসপ্লে, OTA, Bluetooth, 4G, Wi-Fi, anti-theft alarm, geofence, SOS alert, regenerative braking and reverse function, track my bike, vehicle diagnostics, cruise control দুটি ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রেই গাড়ির ওয়ারেন্টি ৫ বছর, ৫০,০০০ কিলোমিটার ও ব্যাটারি ওয়ারেন্টি ৩ বছর, ৩০,০০০ কিলোমিটার।

“Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ, রিভিউ, আপডেট, মাইলেজ”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন