Royal Enfield Classic 350: নতুন বছরে মাত্র ১১ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন আজই

Royal Enfield Classic 350: নতুন বছরের শুরুতেই এক দুর্দান্ত অফার নিয়ে এসেছে রয়েল এনফিল্ড। রয়েল এনফিল্ড এর ক্লাসিক ৩৫০ বাইকের অন রোড প্রাইস এর উপরে আপনি পাবেন ৯০ শতাংশ পর্যন্ত ফাইন্যান্সের অপশন অর্থাৎ ডাউন পেমেন্ট হিসেবে মাত্র ১১ হাজার টাকা দিলে বাড়ি নিয়ে আসতে পারবেন এই মোটরসাইকেল।

২০২৩ সালের সূচনা লগ্নে বাড়িতে নতুন বাইক নিয়ে আসার যদি চিন্তাভাবনা করে থাকেন আপনি তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ, আর আপনি যদি রয়েল এনফিল্ডের ভক্ত হয়ে থাকেন তাহলে এই সুখবর আপনার জন্যই। অত্যন্ত কম দামে আপনি এই বাইক নিজের বাড়ি নিয়ে আসতে পারবেন। মাত্র ১১ হাজার টাকা খরচ করলেই আপনার এই বাইক কেনার স্বপ্ন সত্যি হবে। তবে শুধু ১১ হাজার টাকা দিয়ে এই বাইক কিনতে পারবেন তা কিন্তু একেবারেই নয়। এই টাকাটি দিতে হবে আপনাকে ডাউনপেমেন্ট হিসেবে এবং বাকি টাকা আপনি ইএমআই অপশনের মাধ্যমে প্রতি মাসে কিস্তিতে শোধ করে দিতে পারবেন।

রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350) মডেলের উপর ৯০% পর্যন্ত অন রোড প্রাইজের ফাইন্যান্স অপশন এর অফার দেওয়া হচ্ছে, অর্থাৎ বাইকটির যা দাম তার থেকে নব্বই শতাংশ কম টাকা দিয়ে আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন এই বাইক এবং বাকি টাকা আপনাকে কিস্তিতে শোধ করতে হবে প্রতি মাসে।

Royal Enfield Classic 350 EMI অপশনস:


রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ আপনি ইএমআই অপশনের মাধ্যমে ক্রয় করলে এই টাকা শোধ করার সুযোগ থাকবে ৫ বছর পর্যন্ত। অর্থাৎ সব মিলিয়ে ৬০ মাসের জন্য আপনাকে প্রতিমাসে ৪,৫৫৭ টাকা করে ইএমআই জমা দিতে হবে, এই মূল্য পরিবর্তনশীল।

আরো পড়ুন -Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ, রিভিউ, আপডেট, মাইলেজ

Royal Enfield Classic 350 দাম, রং ও অন্যান্য স্পেসিফিকেশনস:


রয়েল এনফিল্ড এর লেটেস্ট মডেল ক্লাসিক ৩৫০ একটি ক্রূযার বাইক যার দাম ভারতে ১,৯০,২২৯ টাকা থেকে শুরু। বাইকটিতে মোট ১৫ টি রং এর মডেল রাখা হয়েছে। বিভিন্ন রঙের এই মডেল গুলির মধ্যে সবচেয়ে লেটেস্ট বা টপ ভেরিয়েন্ট এর দাম ২ লক্ষ ২১ হাজার ১২৯ টাকা। বাইকটিতে থাকছে ৩৪৯ সিসির BS6 ইঞ্জিন। ইঞ্জিন পাওয়ার জেনারেট করবে ২০.২bhp এবং এর টর্ক দেয়া হয়েছে ২৭nm। ব্রেকিং এর জন্য এই বাইকের সামনে এবং পিছনে উভয়দিকেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, ব্রেকিংয়ে থাকছে অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। এই বাইক-এ ১৩ লিটার এর ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যা ক্রুসার বাইকের ক্ষেত্রে একটি ভালো দিক এবং এই বাইকটির ওজন ১৯৫ কেজি।

মন্তব্য করুন