Poco: ভারতের লঞ্চ হচ্ছে poco-এর নয়া স্মার্টফোন Poco C50

Poco: ভারতের লঞ্চ হচ্ছে poco-এর নয়া স্মার্টফোন Poco C50

Poco: ভারতের বাজারে নামকরা স্মার্টফোন ব্র্যান্ড পোকো (POCO) তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করছে ভারতের বাজারে, এই নতুন স্মার্টফোনের নাম রাখা হয়েছে POCO C50 যেটি থাকবে POCO C সিরিজের অন্তর্ভুক্ত।

২০২৩ সালের সুচনা লগ্নে ভারতের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড শাওমি (XIAOMI) এর জনপ্রিয় সাবব্র্যান্ড পোকো (POCO) তাদের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভারতের বাজারে। তারা তাদের নতুন স্মার্টফোনটি C সিরিজের অন্তর্ভুক্তভাবে লঞ্চ করতে চলেছে, যার নাম রাখা হয়েছে C50। জনুরারি মাস থেকে স্মার্টফোনটি কেনা যাবে ফ্লিপকার্ট-এ, এই স্মার্টফোনটি লঞ্চ করার তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ৩রা জানুয়ারি। কি থাকছে এই নতুন স্মার্টফোনে, নতুন কোন কোন চমকগুলি নিয়ে আসা হচ্ছে নতুন বছরে চলুন দেখে নেওয়া যাক।

POCO C50 ফিচারস ও স্পেসিফিকেশন:


শাওমি এর সাবব্র্যান্ড পোকো এর C সিরিজের C50 স্মার্ট ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ, ৬.৫২ ইঞ্চির ফুল স্কিন ডিসপ্লে যার রেজুলেশন হবে এইচডি প্লাস (HD+)। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22 এবং এই প্রসেসর চালিত হবে আইএমজি পাওয়ার ভিআর GPU দ্বারা। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম রাখা হয়েছে অ্যান্ড্রয়েড ১২ তবে এই অপারেটিং সিস্টেম পরবর্তীতে অ্যান্ড্রয়েড ১৩ তে আপডেট হবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত বার্তা দেয়নি পোকো।

POCO C50 স্মার্টফোনটির ব্যাটারি দেওয়া হয়েছে ৫০০০mAh নন রিমুভেল, চার্জিং এর জন্য থাকছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একটি সিঙ্গেল স্পিকার এবং লেদার টেক্সচার যুক্ত ব্যাক প্যানেল থাকছে এই ফোনটিতে। ক্যামেরা হিসেবে C50 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে প্রাইমারি কমিটি হবে ৮ মেগাপিক্সেলের, এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা থাকবে ডেপথ সেন্সরের জন্য। ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং সামনে ওয়াটার ড্রপ নচের সাথে পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন -IQOO Z6 5G: Amazon-এর দুর্দান্ত অফার, মাত্র ৪,৮৪৯ টাকায় কিনতে পারবেন এই স্মার্টফোন

Poco c50 দাম:


Poco তাদের নতুন বছরের নতুন এই C সিরিজের C50 মডেলটির দাম রেখেছেন অত্যন্ত কম। এত লোডের ফিচারসহ এই স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ৮৯৯৯ টাকা থেকে, স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন flipkart এর মাধ্যমে।

Previous articleRoyal Enfield Classic 350: নতুন বছরে মাত্র ১১ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন আজই
Next articleWhatsApp update: নতুন বছরে নতুন ফিচার, চ্যাট পিন করা যাবে একসাথে ৫ জনের
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply