“এটা কি করে আউট”- হরভজন সিং। ভিডিও দেখে নিজেরাই বিচার করে বলুন

এটা কি করে আউট

একটি বিতর্কিত আউট দিয়ে প্রশ্নের মুখে টিভি আম্পায়ার। ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা ম্যাচে। ১০ই মার্চ বুধবার একদিনের সিরিজের প্রথম ম্যাচে ২১তম ওভারে বল করতে আসে কাইরন পোলার্ড, পোলার্ড এর প্রথম বলেই এই ঘটনা ঘটে।

শ্রীলংকার হয়ে ব্যাটে ছিলেন বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান ‘দানুশকা গুনাথিলাকা‘। অফ স্ট্যাম্পে ফুল লেন্থের বলে গুনাথিলাকা হালকা ডিফেন্স করে এক-দুই পা এগিয়ে আসে। বলটি ছিল তার পায়ের কাছাকাছি, পোলার্ড রান আউটের জন্য বলটি নিতে এগিয়ে এলে ক্রিজে ফেরার জন্য গুনাথিলাকা পিছনের দিকে যেতে শুরু করলে তার পায়ে লেগে বলটি একটু দূরে চলে যায়।

তৎক্ষণাৎ পোলার্ড অন ফিল্ড আম্পায়ারের কাছে আউটের আবেদন করে। আম্পায়ার সেটিকে টিভি আম্পায়ারের কাছে স্থানান্তর করে এবং রিপ্লে দেখার পর গুনাথিলাকাকে আউট বলে ঘোষণা করা হয়। এই আউট নিয়ে ক্রিকেটমহলে সৃষ্টি হয়েছে বিতর্ক।

Twitter source- @harbhajan_singh and @ESPNcricinfo

এই প্রসঙ্গে টুইটারে হরভজন সিং লিখেছেন, “এটা কি করে আউট” এবং তিনি আইসিসিকে ট্যাগ করে প্রশ্নটিই লিখেছেন।

ম্যাচ শেষে অবশ্য কাইরন পোলার্ড গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। শ্রীলঙ্কান ওপেনার বলেছেন যে “সে (পোলার্ড) আমাকে বলেছে যে, সেই সময় সে ভালভাবে দেখতে পারেনি। ভিডিওটি পুনরায় দেখার পর সে বুঝতে পেরেছে যে আমি কিছুই করিনি।”

আরো পড়ুন- ICC WTC FINAL: ফাইনালে স্থান পরিবর্তন হল। ঘোষণা হল নতুন জায়গার নাম

ম্যাচের ফলাফল:-

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা ২৩২ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৭ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩২ রান করে ম্যাচটি জিতে যায়। ম্যাচের সেরা হয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সেই হোপ। তিনি ১১০ রান করে ১৩৩ বলে।

Previous articleআমেরিকার আকাশে ভয়ংকর উল্কা বিস্ফোরণ, ক্ষমতা ছিল ২০০ কেজি TNT-এর সমান
Next articleকপালে চিন্তার ভাঁজ। ইউটিউবারদের দিতে হবে ১৫% কর
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply