ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে পছন্দের খাবার কিভাবে তৈরি হয়। দেখুন শিখর ধাওয়ানের সাথে

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের থাকলেও দ্বিতীয় সারির অপর একটি দল বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য। ১৩ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। এই সফরে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শেখর ধাওয়ান এবং কোচ রূপে আমরা দেখতে পাব রাহুল দ্রাবিড় কে।

সম্প্রতি বিসিসিআই তার টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখানো হচ্ছে একটি খাবার তৈরীর রেসিপি। ভিডিও শুরুতে শিখর ধাওয়ান বলেন যে, “এখানে আমার একটি প্রিয় খাবার তৈরি হয় যার নাম ‘Mock Duck‘, কিন্তু এটা বানানো হয় কি করে আসুন দেখে নিই”। এরপর ভারতীয় দলের যিনি প্রধান সেপ তিনি কি করে এই Mock Duck তৈরি হয় সেটি দেখালেন।

আরো পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২০২৩: ভারতের সম্পূর্ণ সিরিজের সময়সূচি

ভারতের ক্রিকেট দলে প্রধান টিম বর্তমানে ইংল্যান্ডের রয়েছে, ৫ টেস্ট ম্যাচের সিরিজ খেলার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে। যা ৪ আগস্ট থেকে শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পর ভারতীয় দল ইংল্যান্ডেই থেকে যাবে। সেই কারণে শ্রীলঙ্কায় একপ্রকার দ্বিতীয় সারির দল পাঠানো হয়েছে, যেখানে নতুন বহু ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে।

Twitter source- @bcci

“ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে পছন্দের খাবার কিভাবে তৈরি হয়। দেখুন শিখর ধাওয়ানের সাথে”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন