সূর্যের সাথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অভূতপূর্ব ছবি শেয়ার করলো নাসা

মহাকাশে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (international space station) এর একটি মনমুগ্ধকর ছবি শেয়ার করেছে নাসা, তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। গত শুক্রবার স্পেস স্টেশনের বাইরে যখন দুইজন নভোশ্চর স্পেসওয়াক করার জন্য বাইরে বেরিয়ে ছিলেন ঠিক সেই সময় স্পেস স্টেশনটির ছবি তোলা হয়। শুধু তাই নয়, স্পেস স্টেশনের যে ছবিটি নাসা গ্রহণ করেছে সেই ছবিতে স্পেস স্টেশনের পিছনে বিশালায়তনের সূর্যকে দেখা যাচ্ছে। অবিশ্বাস্যভাবে বৃহদাকারের সূর্যের হলুদ কমলা পটভূমির সামনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে খুব ছোট একটি বস্তুর মতো দেখাচ্ছে। নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর মোট সাতটি ভিন্ন ভিন্ন সময়ে ছবি তুলেছেন তারা। আর সেই ছবিগুলি সমন্বিত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র।

নাসা জানিয়েছে ISS ৫ মাইল প্রতি সেকেন্ডে (৮ কিমি/সেকেন্ড) গতিতে পৃথিবী থেকে ৪১০ কিলোমিটার উপরে প্রদক্ষিণ করে চলেছে।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা আরো জানায়, ছবিটি তোলা হয়েছিল ভার্জিনিয়ার কাছাকাছি একটি জায়গা থেকে। তারা এই ঘটনাটি বর্ণনা করার জন্য ‘ট্রানজিট’ শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দটি ব্যবহার হয় যখন মহাকাশে কোন বস্তু অন্য কোন বস্তুর সামনে দিয়ে অতিক্রম করে।

এই ট্রানজিট চলাকালীন স্পেস স্টেশনের বাইরে স্পেস ওয়াকে নিযুক্ত ছিলেন দুইজন নভোচারী। যার মধ্যে একজন হলেন Shane Kimbrough এবং অপরজন Thomas Pesquet। তারা দুজনেই স্পেস স্টেশনে রোল-আউট সোলার অ্যারে ইনস্টল করার কাজ করছিলেন গত ৬ ঘন্টা ৪৫ মিনিট ধরে।

আরো পড়ুন-নাসাকে চ্যালেঞ্জ ছুড়ে মঙ্গলে প্রথম মানুষ পাঠানোর দাবি চিনের

নাসার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ পাওয়া ছবিটি পছন্দ করেছে প্রায় ছয় লাখ মানুষ। সমস্ত পোস্ট জুড়েই অভিনন্দন এর বার্তা।

“সূর্যের সাথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অভূতপূর্ব ছবি শেয়ার করলো নাসা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন