‘২০০৭ সালে ভেবেছিলাম আমাকেই অধিনায়ক করা হবে’- যুবরাজ সিং

ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রমাগত চর্চার মধ্যেই থাকেন যুবরাজ সিং। পুরনো স্মৃতি উন্মুক্ত করে আবার একটি ঘটনা শেয়ার করলেন তিনি। সালটা ২০০৭ ভারত ৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে। সেই সময় ভারতের দলের অবস্থাও খুব একটা ভালো ছিল না। সেই বছরই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ঘোষণা করা হয়। যে টুর্ণামেন্টে ভারতের সিনিয়র ক্রিকেটাররা খেলবে না বলে জানিয়ে দেয় এবং জুনিয়র দের উপরি প্রধানত টুর্নামেন্টটি ছেড়ে দেয়।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন অধিনায়ক এর নাম ঘোষণা করা হয়। তখন যুবরাজ সিং ভেবেছিল সিনিয়র ক্রিকেটার না থাকায় সম্ভবত তার নামই ঘোষণা করা হবে অধিনায়ক রূপে। কিন্তু বাস্তবে সেই সময় মহেন্দ্র সিং ধোনি কে অধিনায়ক করা হয় এবং যে বিশ্বকাপ ভারত জিতে যায়। এখান থেকেই শুরু মহেন্দ্র সিং ধোনির পথ চলা, এর ৪ বছর পর ২০১১ সালে ৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপ তিনি জিতিয়েছেন।

আরো পড়ুন- ৬ বলে ৬টি ছয় মারার পর স্টুয়ার্ট ব্রডের বাবা কি বলেছিলেন যুবরাজ সিং কে। ১৪ বছর পর বললেন তিনি

একটি পডকাস্ট অনুষ্ঠানে যুবরাজ সিং বলেন, “সুতরাং সম্ভবত সিনিয়ররা ভেবেছিলেন যে তাদের বিরতির দরকার আছে এবং স্পষ্টতই কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্বের সাথে নেননি। আমি টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হওয়ার প্রত্যাশা করছিলাম এবং তারপরে MS ধোনি কে অধিনায়ক রূপে ঘোষণা করা হয়েছিল”।

তিনি আরো বলেন যে, “স্পষ্টতই, যে ক্যাপ্টেন হন আপনি সেই ছেলেটিকে সমর্থন করেছিলেন, যে তা রাহুলই হোক, সে সৌরভ গাঙ্গুলি, ভবিষ্যতে যে কেউই হোক। দিনের শেষে আপনি একজন দলের খেলোয়াড় হতে চান এবং আমি এভাবেই ছিলাম।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোতে যুবরাজ সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর ধোনির অধীনেই তিনি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছিলেন।

মন্তব্য করুন