এখনো পর্যন্ত সর্বকালের সেরা টেস্ট সিরিজ কোনটি? আইসিসি প্রকাশ করল জনগণের ভোটের ফলাফল

এখনো পর্যন্ত সর্বকালের সেরা টেস্ট সিরিজ কোনটি

এখনো পর্যন্ত যত টেস্ট ম্যাচ হয়েছে, সেই টেস্ট ম্যাচ অনুযায়ী সর্বকালের সেরা টেস্ট সিরিজ কোনটি সে বিষয়ে আইসিসি মতামত জানতে চায় দর্শকদের কাছে। সেই ফলাফল সামনে আসতে, আইসিসি তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করল সিরিজের নাম। কোন পুরনো সিরিজ নয়, সদ্যসমাপ্ত হওয়া ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ অর্থাৎ বর্ডার- গাভাস্কার ট্রফি ২০২০-২১ কেই বেছে নিয়েছে জনগণ।

টুইটারে আইসিসি লিখেছে, “৩৬-আউট আউট। অজিংক্যা রাহানের মেলবোর্নে শতরান। স্টিভ স্মিথের সিডনিতে মাস্টারক্লাস এবং ভারতের অনড় প্রতিরোধ। গাব্বার ঝড়। 2020/21 বর্ডার-গাভাস্কার ট্রফিটি সবার সেরা।”

আরো পড়ুন- ৬ বলে ৬টি ছয় মারার পর স্টুয়ার্ট ব্রডের বাবা কি বলেছিলেন যুবরাজ সিং কে। ১৪ বছর পর বললেন তিনি

আইসিসি মোট ১৬ টি সিরিজ কে বাছাই করেছিল, যার উপরে ভোট করার সিদ্ধান্ত নেয় তারা। প্রায় ৭ মিলিয়ন মানুষ এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং 2020/21 বর্ডার-গাভাস্কার ট্রফি কে সেরা বলে বিবেচিত করেছে।

Twitter source- @icc

প্রসঙ্গত এই সিরিজ ভারত ২-১ ব্যবধানে জয়লাভ করে। প্রথম দিনের টেস্ট ভারত পরাজিত হয়, এরপর দ্বিতীয় টেস্টে জয়লাভ করে ভারত, তৃতীয় টেস্ট ড্র হয় এবং চতুর্থ টেস্ট ভারত জিতে যায়।

Previous article‘২০০৭ সালে ভেবেছিলাম আমাকেই অধিনায়ক করা হবে’- যুবরাজ সিং
Next articleপুনরায় দুই সিনেমা হলে দেখানো হলো ‘RADHE’, দর্শকসংখ্যা হতবাক করার মত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply