IND VS PAK ম্যাচ চলাকালীন 62 টি বিরিয়ানি অর্ডার ব্যাঙ্গালোরে সুইগী থেকে, টুইট করলো সুইগী

IND VS PAK ম্যাচ চলাকালীন 62 টি বিরিয়ানি অর্ডার ব্যাঙ্গালোরে সুইগী থেকে, টুইট করলো সুইগী

ব্যাঙ্গালোর: শনিবার এশিয়া কাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে এসে ভারত 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেলেও সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও উইকেট কিপার ঈশান কিষান গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তৈরি করে। যার ফলে ভারত শেষ পর্যন্ত ২৬৭ রানে তাদের ইনিংস সম্পন্ন করে। প্রথম থেকেই ম্যাচটি ছিল বৃষ্টি বিঘ্নিত, বিভিন্ন সময়ে ম্যাচের মধ্যে বৃষ্টি এসেছিল। কিন্তু প্রথম ইনিংস শেষ হবার পর দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিং করতে পারেনি বৃষ্টির কারণে। ফলে ম্যাচ ড্র হয়ে যায় এবং প্রত্যেক দলকে 1 পয়েন্ট করে দেওয়া হয়।

কিন্তু ভারতে ব্যাঙ্গালোরে এই ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন এক মহিলা একসাথে 62 পিস বিরিয়ানির অর্ডার দেয় সুইগী তে। যার পর এই ফুড ডেলিভারি কোম্পানি অফিসিয়াল টুইটার থেকে টুইট করে সেই গ্রাহক সম্বন্ধে জানতে চান এবং নেমন্তন্ন করার আবেদন জানায়। কিছুটা মজা করে সুইগীর টুইটার একাউন্ট থেকে এই পোস্টটি করা হয় যেখানে লেখা আছে,
“বেঙ্গালুরু থেকে কেউ মাত্র 62 ইউনিট বিরিয়ানি অর্ডার করেছে?? আপনি কে? আপনি ঠিক কোথায়? আপনি কি #INDvsPAK ম্যাচ দেখার পার্টি হোস্ট করছেন?? আমি কি আসতে পারি?

সুইগীর অফিসিয়াল পোস্ট

সুইগীর এই পোস্টের নিচে বিভিন্ন দর্শক কমেন্ট করেছেন এবং এটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়েছে। একজন দর্শক লিখেছে “কিন্তু বৃষ্টির কারণে হঠাৎ করেই পার্টি শেষ হয়ে যায়”। অন্য একজন লিখেছে, “তার বিরিয়ানি হয়তো আর এখন হজম হবে না”। ক্রিকেট ও খেলাধুলা জগতের অন্যান্য খবরের জন্য আমাদের

Previous articleKeu Kotha Rakheni Song Singer Name | Keu Kotha Rakheni Song Writer Name
Next articleভারতের জনসংখ্যা কত ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply