যৌগিক সংখ্যা কাকে বলে, Jougik Sankha Kake Bole: আজকে আমরা এই নিবন্ধে যৌগিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কোনগুলি, কিভাবে আমরা বার করব? এছাড়া ১ থেকে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা এর বিস্তারিত আলোচনা নিচে করা হলো।
যৌগিক সংখ্যা কাকে বলে, Jougik Sankha Kake Bole
যে সংখ্যাকে ১ ও ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে।
যেমন- ৪ একটি যৌগিক সংখ্যা কারণ ৪ কে ১ ছাড়াও ২ দিয়ে ভাগ করা যায়। যা আপনারা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।

এবার আমরা যৌগিক সংখ্যাকে একটু অন্যভাবে শেখার চেষ্টা করব।
যে সংখ্যার ১ গুণনীয়ক ছাড়াও একাধিক গুণনীয়ক সংখ্যা থাকলে তাকে যৌগিক সংখ্যা বলে।
যেমন- ৬ একটি যৌগিক সংখ্যা, এখানে ৬ কে ৬×১=৬ ও ৩×২=৬ এই দুই ভাবেই আমরা পেতে পারি, সেই কারণে ছয় একটি যৌগিক সংখ্যা।
আবার ১ এর চেয়ে বড় কোন স্বাভাবিক সংখ্যাকে যদি তার চেয়ে ছোট দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে পাওয়া যায় তাহলে তাকে আমরা যৌগিক সংখ্যা বলব।
যেমন- ৪৯ একটি যৌগিক সংখ্যা, ৭×৭= ৪৯। ৭ একটি স্বাভাবিক সংখ্যা যা ৪৯ এর চেয়ে ছোট, ফলে ৪৯ কে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি।
যে সমস্ত সংখ্যাকে ১ ও ওই সংখ্যা ছাড়া আরও একটি সংখ্যার গুণফল রূপে পাওয়া যায় তাকে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি। এছাড়া বাকি সমস্ত সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। আশা করি যৌগিক সংখ্যার বিষয়ে আমরা আপনাদের মনের ধারণা দিতে পেরেছি এবার ১ থেকে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা নিচে বিস্তারিত দেওয়া হল।
- মৌলিক সংখ্যা কাকে বলে – ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা PDF
- বাংলা বর্ণমালা। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি
১ থেকে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা
এক থেকে একশ পর্যন্ত যৌগিক সংখ্যা গুলির মধ্যে ৭৬ টি যৌগিক সংখ্যা রয়েছে। যার নিচের তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন।
সংখ্যা | যৌগিক সংখ্যা | মোট |
---|---|---|
১ থেকে ১০ | ৪,৬,৮,৯,১০ | ৫ |
১১ থেকে ২০ | ১২,১৪,১৫,১৬,১৮,২০ | ৬ |
২১ থেকে ৩০ | ২১,২২,২৪,২৫,২৬,২৮,৩০ | ৭ |
৩১ থেকে ৪০ | ৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৮,৩৯,৪০ | ৮ |
৪১ থেকে ৫০ | ৪২,৪৪,৪৫,৪৬,৪৬,৪৮,৪৯,৫০ | ৮ |
৫১ থেকে ৬০ | ৫১,৫২,৫৪,৫৫,৫৬,৫৭,৫৮,৬০ | ৮ |
৬১ থেকে ৭০ | ৬২,৬৩,৬৪,৬৫,৬৬,৬৮,৬৯,৭০ | ৮ |
৭১ থেকে ৮০ | ৭২,৭৪,৭৫,৭৬,৭৭,৭৮,৭৯ | ৭ |
৮১ থেকে ৯০ | ৮৯,৯০ | ২ |
৯১ থেকে ১০০ | ৯১,৯২,৯৩,৯৪,৯৫,৯৬,৯৭,৯৮,৯৯,১০০ | ১০ |