IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত হলো ভারতের টি-টোয়েন্টি দল

IND vs SA: আইপিএল 2022 শেষের পথে এরই মাঝে রবিবার ভারতের ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করল। তারুণ্যে ভরা দলে রয়েছে নতুনদের চমক এছাড়া পুনরায় KL রাহুল এর উপরই অধিনায়কত্বের ভরসা রাখল বোর্ড।

জুন মাসের 9 তারিখ থেকে ভারতে শুরু হতে চলেছে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে এবারের দলে চমক রয়েছে কিছু, দলে প্রত্যাবর্তন ঘটেছে দীনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়ার। চলতি বছর আইপিএল-এ ব্যাঙ্গালোরের হয় দুর্ধর্ষ ফর্মে রয়েছে দীনেশ কার্তিক। ফিনিশার এর কাজটা দায়িত্ব সহকারে পালন করছেন তিনি। আগত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই অভিজ্ঞ দিনেশ কার্তিককে দলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এছাড়া দলে কিছু নতুন খেলোয়াড় কে যুক্ত করা হয়েছে যেমন, উমরান মালিক ও আর্শদীপ সিং। শেষবার হওয়া শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলকে প্রাধান্য দেয়া হয়েছে। KL রাহুলের সঙ্গে ঋষভ পন্তকে সহ-অধিনায়ক করা হয়েছে। এবারের সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ কে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরো পড়ুন- আইপিএলে খেলছে ছেলে কিন্তু বাবা এখনো ফল বিক্রেতা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ 2022 সময়সূচী

তারিখম্যাচস্থান
09/06/22প্রথম ম্যাচদিল্লি
12/06/22দ্বিতীয় ম্যাচকটক
14/06/22তৃতীয় ম্যাচভাইজ্যাক
17/06/22চতুর্থ ম্যাচরাজকোট
19/06/22পঞ্চম ম্যাচব্যাঙ্গালোর

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ 2022 ভারতের টি-টোয়েন্টি দল

  1. কেএল রাহুল (ক্যাপ্টেন)
  2. রুতুরাজ গায়কওয়াড়
  3. ঈশান কিষাণ
  4. দীপক হুডা
  5. শ্রেয়াস আইয়ার
  6. ঋষভ পান্ত (সহ-অধিনায়ক) (উইকেটরক্ষক)
  7. দিনেশ কার্তিক (উইকেটরক্ষক)
  8. হার্দিক পান্ড্য
  9. ভেঙ্কটেশ আইয়ার
  10. ওয়াই চাহাল
  11. কুলদীপ যাদব
  12. অক্ষর প্যাটেল
  13. আর বিষ্ণোই
  14. ভুবনেশ্বর
  15. হর্ষাল প্যাটেল
  16. আভেশ খান
  17. আরশদীপ সিং
  18. উমরান মালিক

মন্তব্য করুন