মানুষের হাত থেকে গ্লাসে জল খাচ্ছে কিং কোবরা, দেখুন হাড়হিম সেই ভিডিও

মানুষের হাত থেকে গ্লাসে জল খাচ্ছে কিং কোবরা, দেখুন হাড়হিম সেই ভিডিও

সাপের থেকে বরাবরই মানুষ একটু দূরেই থাকে, কিন্তু কখনো ভেবে দেখেছেন সাপ আপনার হাতের থেকে জল খাচ্ছে। হ্যাঁ এরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সাপ আবার যে সে সাপ নয় কালো লম্বা কোবরা।

আসলে ভিডিওটি পাওয়া গেছে IFS অফিসার সুশান্ত নন্দার টুইটারে পোস্ট করা একটি ভিডিওর কমেন্ট সেকশনে। অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিও পোস্ট করে যেখানে দেখা গেছে বাঁদরের বাচ্চা এবং হাঁসের বাচ্চা একটি তরমুজকে ভাগাভাগি করে খেতে। সেই ভিডিওটি কমেন্টে এনইসি সুকুমার নামে এক ব্যক্তি এই ভিডিওটি পোস্ট করে।

আরো পড়ুন- লঞ্চ হল অ্যাপেল জলের বোতল। দাম শুনলে চোখ কপালে উঠবে

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “বানর আর হাঁসের বাচ্চা তরমুজ খাচ্ছে একসাথে, আর এখানে আপনি দেখছেন কিং কোবরা আসলে হাতে ধরা গ্লাস থেকে জল খাচ্ছে। তাদেরও হাইড্রেটেড থাকতে হয়। কিন্তু তারা পানি পান করার জন্য মুখ খোলে না সেখানে একটি ছোট নাকের ছিদ্র রয়েছে যার মাধ্যমে তারা পানি চুষে খায়।”

তবে এই ভিডিওটি এক বছর পুরনো বর্তমানে আবারও সেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এইরকম ভিডিও সচরাচর দেখা যায় না। তবে ভারতে একবার এরকম কালো কিং কোবরা কে জল খাইয়ে ছিল এক উদ্ধারকারী দল।

Video Credit- respective owner

Previous articleIND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত হলো ভারতের টি-টোয়েন্টি দল
Next articleদেশের সবচেয়ে বেশি পরিমাণ ইলেকট্রিক গাড়ি তৈরীর অর্ডার পেল টাটা মোটরস
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply