দেশের সবচেয়ে বেশি পরিমাণ ইলেকট্রিক গাড়ি তৈরীর অর্ডার পেল টাটা মোটরস

দেশের সবচেয়ে পরিমাণ ইলেকট্রিক গাড়ি তৈরীর অর্ডার পেল টাটা মোটরস

টাটা মোটরস: ইলেকট্রিক গাড়ি সে দুচাকাযই হোক বা চারচাকা বর্তমানে দেশের সমস্ত কোম্পানি ইলেকট্রিক গাড়ি উৎপাদনে জোর দিয়েছে। ব্লু স্মার্ট ইলেকট্রিক মবিলিটি কোম্পানির সাথে টাটা মোটরস চুক্তিবদ্ধ হয়েছে 10000 XPRES T EV সাপ্লাই এর জন্য। যদিও এর পূর্বে গত বছর অক্টোবর মাসে এই একই কোম্পানির সাথে টাটা মোটরস 3500 গাড়ি সাপ্লাইয়ের চুক্তিবদ্ধ হয়েছিল।

টাটা মোটরসের প্যাসেঞ্জার ভিকেলস এর ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র সংবাদমাধ্যমে বলেছেন যে, “টাটা মোটরস গতিশীলতার দ্রুত বিদ্যুতায়নের দিকে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং বিখ্যাত ফ্লিট অ্যাগ্রিগেটররা আমাদের সাথে সবুজ গতিশীলতার দিকে যোগ দিতে দেখে আমরা আনন্দিত”।

5 জুন বিশ্ব পরিবেশ দিবসে টাটা মোটরস ব্লু স্মার্ট ইলেকট্রিক মবিলিটি কোম্পানির সঙ্গে এই 10000 গাড়ি সাপ্লাইয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এই সমস্ত গাড়ি ভারতীয় বাজারে আসলে মনে করা হচ্ছে পরিবেশ দূষণের মাত্রা অনেকটাই কমবে। ব্লু স্মার্ট ইলেকট্রিক কোম্পানির প্রতিষ্ঠাতা আনমোল সিং জাগ্গি জানিয়েছেন যে, “টাটা মোটরস কে আমরা ধন্যবাদ জানাই আমাদের গতিশীলতাকে আরও দ্রুত করার জন্য, ইতিমধ্যে আমরা দূষণ হিন ভাবে 5 কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছি।”

আরো পড়ুন- লঞ্চ হল অ্যাপেল জলের বোতল। দাম শুনলে চোখ কপালে উঠবে

XPRES T EV হল টাটা মোটরসের একটি ইলেকট্রিক গাড়ি যা 213 কিলোমিটার সর্বোচ্চ পথ অতিক্রম করতে পারে একবার চার্জে। প্রায় 12 ঘণ্টার কাছাকাছি গাড়িটি সময় নেয় চার্জ হতে। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট অনুসারে গাড়িটির মূল্য 9-10 লক্ষ টাকা পর্যন্ত বাজারে পাওয়া যাবে।

Previous articleমানুষের হাত থেকে গ্লাসে জল খাচ্ছে কিং কোবরা, দেখুন হাড়হিম সেই ভিডিও
Next articleএকেবারে অবিকল অমিতাভ বচ্চন, দেখুন ভাইরাল ভিডিও
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply