ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০২২: ঘোষিত হল ওয়ানডে ও টি-টোয়েন্টি দল

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০২২: বৃহস্পতিবার বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী ভারতে শুরু হতে চলা ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ৩ টি ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি সিরিজ।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০২২: ওয়ানডে সিরিজের দল

রোহিত শর্মা (অধিনায়ক)
কেএল রাহুল (সহ-অধিনায়ক)
রুতুরাজ গায়কওয়াড়
শিখর ধাওয়ান
বিরাট কোহলি
সূর্য কুমার যাদব
শ্রেয়াস আইয়ার
দীপক হুডা
ঋষভ পান্ত (উইকেট-রক্ষক)
দীপক চাহার
শার্দুল ঠাকুর
যুজবেন্দ্র চাহাল
কুলদীপ যাদব
ওয়াশিংটন সুন্দর
রবি বিষ্ণোই
মো. সিরাজ
প্রসিধ কৃষ্ণ
আবেশ খান

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০২২: টি-টোয়েন্টি সিরিজের দল

রোহিত শর্মা (অধিনায়ক)
কেএল রাহুল (সহ-অধিনায়ক)
ইশান কিশান
বিরাট কোহলি
শ্রেয়াস আইয়ার
সূর্য কুমার যাদব
ঋষভ পান্ত (উইকেট-রক্ষক)
ভেঙ্কটেশ আইয়ার
দীপক চাহার
শার্দুল ঠাকুর
রবি বিষ্ণোই
অক্ষর প্যাটেল
যুজবেন্দ্র চাহাল
ওয়াশিংটন সুন্দর
মো. সিরাজ
ভুবনেশ্বর কুমার
আভেশ খান
হর্ষাল প্যাটেল

আরো পড়ুন- আইপিএলের নতুন দুটি দল: নাম, অধিনায়ক, রিটেন খেলোয়াড়, কোচ

দলের দুই অভিজ্ঞ ফাস্ট বোলার জস্পৃত বুমরা ও মোহাম্মদ শমীকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ থেকে। ব্যাটসম্যান কেএল রাহুল দ্বিতীয় ওয়ানডে থেকে দলে যোগদান করবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০২২ তারিখ/ স্থান
ম্যাচতারিখস্থান
প্রথম ওয়ানডে০৬-০২-২০২২আমেদাবাদ
দ্বিতীয় ওয়ানডে০৯-০২-২০১১আমেদাবাদ
তৃতীয় ওয়ানডে১১-০২-২০২২আমেদাবাদ
ওয়ানডে সিরিজ
ম্যাচতারিখস্থান
প্রথম টি-টোয়েন্টি১৬-০২-২০২২কলকাতা
দ্বিতীয় টি-টোয়েন্টি১৮-০২-২০১১কলকাতা
তৃতীয় টি-টোয়েন্টি২০-০২-২০২২কলকাতা
টি-টোয়েন্টি সিরিজ

মন্তব্য করুন