ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: highlights

ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: highlights

ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: বুধবার ২ নভেম্বর ২০২২ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয় ভারত বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচ ভারত ও বাংলাদেশ দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল বিশেষ করে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে বাংলাদেশ যদি আজকের ম্যাচ জিততে পারতো তবে সেমিফাইনালে কোয়ালিফাই করার দারুন সুযোগ ছিল তাদের হাতে। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত পাঁচ রানে ম্যাচটি জয়লাভ করে। এই ম্যাচ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে ভারত B গ্রুপের শীর্ষে রয়েছে বর্তমানে। বাংলাদেশের পয়েন্ট সংখ্যা ৪, পয়েন্ট টেবিলে তারা তিন নম্বরে রয়েছে বর্তমানে। পরের ম্যাচ বাংলাদেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য।

ভারতের প্রথম ইনিংস ২০ ওভারে সম্পন্ন হলেও বাংলাদেশের দ্বিতীয় ইনিংস বৃষ্টি বিঘ্নিত হয়, ফলে দ্বিতীয় ইনিংসে ওভার সংখ্যা কেটে দ্বারায় ১৬। এই ১৬ ওভারে বাংলাদেশের টার্গেট করা হয় ১৫১, এই নিয়ম মতই পরবর্তী ম্যাচের খেলা সংঘটিত হয়।

আরো পড়ুন- ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: match highlights

Match Highlights

ম্যাচের স্থান- অ্যাডিলেড ক্রিকেট গ্রাউন্ড

টস- বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ভারত- ১৮৪/৬ (২০) টার্গেট- ১৫১ (১৬ ওভারে)

ভারত ব্যাটিংবাংলাদেশ বোলিং
বিরাট কোহলি– ৬৪(৪৪)*হাসান মাহমুদ- ২(৪৭)
KL রাহুল- ৫০(৩২)সাকিব -২(৩৩)

বাংলাদেশ- ১৪৫/৬ (১৬) DLS method

বাংলাদেশ ব্যাটিংভারত বোলিং
লিটন দাস- ৬০(২৭)হার্দিক পান্ডিয়া-২(২৮)
নুরুল হাসান- ২৫(১৪)আরশদীপ সিং -২(৩৮)

ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২- full match highlights (CLICK HERE)

Previous articleভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: Full match highlights
Next articleআইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: All match highlights
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply