ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: Full match highlights

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: Full match highlights

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: ৩০ অক্টোবর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ আয়োজিত হয় পার্থ স্টেডিয়ামে। প্রথমে ভারত টসে জিতে ব্যাটিং করা সিদ্ধান্ত নেয়। এরপর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রমাগত ধারাবাহিকভাবে উইকেটের পতন হতে থাকে ভারতীয় দলের ফলে কোন বড় স্কোর খাড়া করতে পারেনি রোহিত বাহিনী। ভারতের হয়ে আবারও সূর্য কুমার যাদব ভরসার জায়গা হয়ে দাঁড়ায়, এই ম্যাচে তার রান সংখ্যা ৬৮(৪০) ৩ টি ছয় ও ৪ টি চার দ্বারা সজ্জিত ছিল তার ইনিংস। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ম্যাচটি জয়লাভ করে।

টস- ভারত জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নেয়।

তারিখ- ৩০/১০/২০২২

স্থান- পার্থ স্টেডিয়াম

ম্যাচের বিবরণ

ভারত- ১৩৩/৯ (২০)

ভারত ব্যাটিংদক্ষিণ আফ্রিকা বোলিং
সূর্য কুমার যাদব- (৬৮)লুঙ্গিনগীদি- ৪(২৯)
রোহিত শর্মা- ৪০(১৫)পার্নেল -৩(১৫)

পাকিস্তান- 137/5

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংভারতীয় বোলিং
সান মাসুদ- ৫২(৪২)মোঃসামি ওয়া- ৩(৩০)
ডেভিড মিলার- ৫৬(৪৬)আরশদীপ সিং-৩(৩২)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২- CLICK HERE

আরো পড়ুন- ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: match highlights

Previous articleটুইটারে দীপাবলির শুভেচ্ছা ও পাকিস্তানকে খোঁচা মারতে ছাড়লেন না সুন্দর পিচাই, দেখুন তার মন্তব্য
Next articleভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: highlights
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply