টুইটারে দীপাবলির শুভেচ্ছা ও পাকিস্তানকে খোঁচা মারতে ছাড়লেন না সুন্দর পিচাই, দেখুন তার মন্তব্য

২৩ তারিখ ভারত পাকিস্তান ম্যাচ সম্পন্ন হয়েছে যেখানে ভারত চার উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে। রুদ্ধশ্বাস ম্যাচে শেষের ৫ বছরের খেলা অত্যন্ত মনোরঞ্জক ছিল ক্রিকেটপ্রেমীদের জন্য। বিরাট কোহলির মাস্টারক্লাস ইনিংস যা সারা বিশ্বের থেকে শুভেচ্ছা বার্তা বয়ে নিয়ে আসছে তার জন্য। সেরকমই গুগল সিইও সুন্দর পিচাই একটি মন্তব্য করেছেন তার সোশ্যাল মিডিয়ায় যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

আমরা সবাই জানি গুগল সিইও সুন্দর পিচাই একজন ভারতীয় ও তিনি ক্রিকেট খেলা দেখতে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন ইন্টারভিউতে তাকে বলতে শোনা গেছে যে সময় পেলেই তিনি ক্রিকেট খেলা দেখতে ভোলেন না। সম্প্রতি তিনি twitter এ দীপাবলীর শুভেচ্ছা জ্ঞাপন করতে গিয়ে কিছুটা আনন্দের সঙ্গেই বলেছেন যে,
“শুভ দীপাবলি! আশা করি দীপাবলি উদযাপন করা প্রত্যেকে আপনার বন্ধু এবং পরিবারের সাথে একটি দুর্দান্ত সময় কাটবে।
আজ আবার শেষ তিন ওভার দেখে সেলিব্রেট করলাম, কী খেলা আর পারফরম্যান্স।”

আরো পড়ুন- ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: match highlights

সুন্দর পিচাইয়ের টুইট

twitter credit- Sundar pichai

ভারত থেকে শত যোজন দূরে থাকলেও ভারত পাকিস্তান ম্যাচের গরম আবহাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেননি। সেই কারণে ভারত যুদ্ধ শেষ ম্যাচে চার উইকেটে জয়লাভের পর দীপাবলীর শুভেচ্ছা জ্ঞাপন করার সঙ্গে নিজের ক্রিকেটের প্রতি আবেগকে ব্যক্ত করেছেন তার এই লেখার মাধ্যমে।

Leave a Reply