ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই ২০২৩- highlights

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই ২০২৩- highlights

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই ২০২৩: হায়দ্রাবাদে ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচে ভারত ১২ রানে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। হায়দ্রাবাদে ব্যাটিং উইকেটে দুই দলই ৩০০ রানের গণ্ডি পার করে, ভারতের শুভমান গিল এই ম্যাচে ২০৮ রান করে রেকর্ড তৈরি করেন।

স্টেডিয়াম- রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দ্রাবাদ।

টস- ভারত জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ভারত- ৩৪৯/৮

শুভমান গিল- ২০৮(১৪৯)

রোহিত শর্মা- ৩৪(৩৮)

নিউজিল্যান্ড- ৩৩৭/১০

মিচেল ব্রেসওয়াল- ১৪০(৭৮)

মিচেল স্যান্ত্নার- ৫৭(৪৫)

ম্যান অফ দা ম্যাচ- ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শুভমান গিল।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই ২০২৩- watch full match highlights

Previous articleNew Fungus Species: রহস্যময় ছত্রাক আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
Next articleসতীর্থের জন্য আরোগ্য কামনা করলো ভারতীয় দলের সদস্যরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply