সতীর্থের জন্য আরোগ্য কামনা করলো ভারতীয় দলের সদস্যরা

সতীর্থের জন্য আরোগ্য কামনা করলো ভারতীয় দলের সদস্যরা

মধ্যপ্রদেশে তৃতীয় ওডিআই ম্যাচের জন্য বর্তমানে ভারতীয় দল রয়েছে ইন্ডোরে। ভারত নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্ডোর স্টেডিয়ামে যা ওডিআই সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচের আগের দিন সোমবার সকালে ভারতীয় দলের কিছু সদস্য ভগবান শিবের মন্দিরে “ভস্ম আরতি” করল তাদের সতীর্থ ক্রিকেটারের আরোগ্য কামনা করে।

প্রসঙ্গত সূর্য কুমার যাদব, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর মধ্যপ্রদেশের মহাকাল শিব মন্দিরে সকালে আয়োজিত ভস্ম আরতিতে অংশগ্রহণ করেছেন। সংবাদ মাধ্যমে ক্রিকেটাররা বলেছেন, তাদের সহ খেলোয়াড় ঋষভ পান্থ এর আরোগ্য কামনা করতে তারা এই পুজো দিচ্ছে।
৩০ ডিসেম্বর ২০২২ ঋষভ পান্থ এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় যার জন্য তিনি বর্তমানে মুম্বাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন- ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩: ভারতীয় দল ঘোষণা হল

সংবাদ সংস্থা ANI কে সূর্য কুমার যাদব বলেছেন যে, “আমরা ঋষভ পান্তের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছি। তার প্রত্যাবর্তন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছি, তাদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের অপেক্ষায় আছি,”।

এই পুজো দেওয়ার সময় ভারতীয় দলের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাক ধুতি এবং অঙ্গভস্ত্রম পরেছিলেন। ২৪ জানুয়ারি মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে ইনডোর স্টেডিয়ামে। ভারত ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচ জয়লাভ করেছে এবং সিরিজ নিজেদের পকেটে পুরেছে।

Twitter credit- ANI

Previous article4 ওডিআই ম্যাচের সাসপেনশন থেকে বাঁচলো ইশান কিসান
Next articleBajaj Qute: ২.৮০ লাখের সেরা গাড়ি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply