ভ্যাকসিন নিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। কি বললেন তিনি?

ভারতের ইংল্যান্ড সিরিজ ২০২১

২ মার্চ ২০২১ মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী কোরনা ভাইরাসের প্রথম ডোজের ভ্যাকসিন নিলেন।

ভারতীয় দল বর্তমানে আমেদাবাদে রয়েছে চতুর্থ টেস্ট ম্যাচ খেলার জন্য। সেখানেই অ্যাপোলো হাসপাতালে ভ্যাকসিন নেয় রবি শাস্ত্রী। ভারত সরকার বর্তমানে সরকারির সাথে বেসরকারি হাসপাতাল গুলোতেও ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দিয়েছে।

ভ্যাকসিন নেওয়ার পর রবি শাস্ত্রী বলেছেন- “করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছি। মহামারীর বিরুদ্ধে পেশাদার চিকিৎসক ও বিজ্ঞানীদের ধন্যবাদ ভারতকে ক্ষমতাবান করার জন্য।”
“ভ্যাকসিন বিতরণ মোকাবেলায় আমেদাবাদের অ্যাপোলো হাসপাতালে কান্তাবেন ও তার টিমের পেশাদারিত্ব দেখে আমি মুগ্ধ”।

Twitter source- @RaviShastriOfc (Ravi Shastri)

আরো পড়ুন- এবার সিনেমাতে হরভজন সিং। মুক্তি পেল ছবির টিজার

প্রত্যেকটি ব্যক্তিকে দু- ডোজ করে ভ্যাকসিন দেওয়া হবে। প্রথমবার ভ্যাকসিন দেওয়ার এক মাস পর দ্বিতীয়বার ভ্যাকসিন দেওয়া হবে। বর্তমানে দেশের স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারী ও প্রথমসারির কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

২০২১ সালে যে আইপিএল ভারতে অনুষ্ঠিত হতে চলেছে, সেই আইপিএলে দেশে ও বিদেশের সমস্ত খেলোয়াড়দের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। বর্তমানে ভারতে চলা ভারত ইংল্যান্ড সিরিজ সম্পূর্ণ বায়ো-বাবল প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে।

মন্তব্য করুন