নতুন ভারতের নতুন প্রয়াস, উপরে যে ছবিটি রয়েছে সেটা দেখে প্রথমে আপনি কি ভেবেছিলেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
দেখতে এয়ারপোর্টের মত হলেও এটি ভারতের একটি নতুন রেলস্টেশন। নিচে স্টেশনটির বিভিন্ন ছবি দেওয়া আছে। ভারতের ‘রেলওয়ে মন্ত্রালয়‘ দ্বারা টুইট করে খবর ও ছবি গুলো প্রকাশ করেছে।
Guntakal rail station (গুনতাকাল রেল স্টেশন)
এই টেশনটির নাম ‘Guntakal rail station‘, স্টেশনটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দক্ষিণ উপকূল ভাগের প্রধান জংশন স্টেশন এটি, মুম্বাই থেকে চেন্নাই যেতে এই স্টেশনটি পড়বে, এখান থেকে ব্যাঙ্গালোরের ট্রেনও পাওয়া যায়।
Guntakal rail station এর রাতের বেলার আলোর সুসজ্জিত ও দিনের বেলার ছবি ‘রেলওয়ে মন্ত্রালয়‘ তাদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে।
স্টেশনের দিনের বেলার ছবি:-
New Station for New India:
— Ministry of Railways (@RailMinIndia) March 3, 2021
The magnificent look of the new Guntakal Rly Stn in South Central Railway depicting the modern look with elegant facade makes it an iconic Stn building.
Wide circulating area, roads & best-in-class interiors provides travel delight to rail users. pic.twitter.com/YYWXRgXt6x
Twitter source- @RailMinIndia
স্টেশনের রাতের বেলার ছবি:-
A majestic look of the newly commissioned Guntakal glowing with the facade lighting.
— Ministry of Railways (@RailMinIndia) March 2, 2021
The station designed with modern architecture & International standards is sure to provide memorable travel experience to rail users. pic.twitter.com/JmBCLiypgr
Twitter source- @RailMinIndia
কিছুদিন আগেই ভারতীয় রেলওয়ে দ্বারা জম্মু-কাশ্মীরে বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল সেতু নির্মানের ছবি শেয়ার করেছিল। সেতুটি নির্মাণের কাজ প্রায় শেষের পথে। নিচের পোস্টটিতে সেটির সম্পূর্ণ বিবরণ রয়েছে।
‘Chenab bridge’ পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ সম্পন্ন হবার পথে
এবার গুনতাকালে যে রেল স্টেশনটি নির্মাণ করা হয়েছে তা আমরা সচরাচর দেখতে পাই না। সাধারণত ভারতের এয়ারপোর্ট গুলিকে এভাবে সুসজ্জিত করে নির্মাণ করা হয়।
[…] […]