আইপিএল ২০২১ এর স্থান
বিসিসিআই তাদের পূর্ব পরিকল্পনা থেকে সরে দাঁড়ালো। বিশ্বজোড়া অতিমারির কারণে বিসিসিআই ২০২১ সালের আইপিএল মুম্বাই এবং পুনে দুটি স্টেডিয়ামের সম্পন্ন করতে চেয়েছিল। এর সাথে ফাইনালের জন্য আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম কে বেছে নেওয়া হয়। কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়ে ৬টি জায়গার নাম ঘোষণা করল বিসিসিআই।
আইপিএল ২০২১ জায়গা গুলির নাম:-
- কোলকাতা
- মুম্বাই
- দিল্লি
- আমেদাবাদ
- ব্যাঙ্গালোর
- চেন্নাই
এই ৬টি তালিকায় প্রথমে হায়দ্রাবাদ কে যোগ করা হলেও তাদের লোকাল ক্রিকেট প্রশাসন থেকে ছাড়পত্র না মেলায় সেই স্থানে দিল্লি কে আনা হয়।
আরো পড়ুন- বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন বিরাট কোহলি। টুইট করল আইসিসি
আইপিএল ২০২১, সমস্ত দেশ বিদেশি খেলোয়াড়দের বায়ো-বাবলের মধ্যে রাখা হবে সম্পূর্ণ প্রতিযোগিতায়। উপরে উল্লেখিত স্থান গুলির মধ্যে মুম্বাইয়ে সম্পূর্ণ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। কারণ মুম্বাইতে সম্প্রতি সংক্রমনের সংখ্যা আবারও বেড়েছে। এর জন্য চলতি ভারত ইংল্যান্ড সিরিজের তিনটি একদিনের ম্যাচও সম্পূর্ণ দর্শকশূন্য মাঠে হবে পুনেতে।
বাকি জায়গা গুলিতে স্টেডিয়ামের মোট আসন সংখ্যার ৫০% টিকিট বিক্রি করা হবে।
আইপিএল ২০২১ সময়:-
আইপিএল ২০২১ এর সময়, তারিখ ঘোষণা না হলেও ভারতীয় সংবাদ মাধ্যম অনুসারে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত হবে।
[…] আরো পড়ুন- আইপিএল ২০২১: ৬টি স্টেডিয়াম… […]
[…] আরো পড়ুন- আইপিএল ২০২১: ৬টি স্টেডিয়াম… […]
[…] ২০২১ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। মোট ৬টি স্টেডিয়ামে সম্পন্ন হবে সমগ্র আইপিএল, যার মধ্যে রয়েছে […]
[…] ম্যাচ খেলা হবে 2021 আইপিএলে। ভারতের মোট 6 টি স্টেডিয়ামে সম্পন্ন হবে আইপিএল এর সমস্ত ম্যাচ, 2021 […]