ইন্ডিয়ান অয়েল নিয়োগ 2022। ইঞ্জিনিয়ার, অফিসার, গ্রাজুয়েট

ইন্ডিয়ান অয়েল নিয়োগ 2022: ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ার ও অফিসার পদের জন্য। ২৬-০৪-২২ তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যারা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আরও এক সুযোগ। যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছেন তারা এই বিভাগ গুলিতে বিশদে দেখে আবেদন করতে পারেন ২২-০৫-২২ তারিখের পূর্বে।

যারা গেট 2022 এ উত্তীর্ণ হয়েছেন তারা এই পোস্টে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, বেতন প্রক্রিয়া ইত্যাদি জানার জন্য বিশদে পোস্টটি পড়ুন। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আগামী আপলোডের জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.iocl.com কে ফলো করুন। আজকের এই বিজ্ঞপ্তি অফিশিয়াল নোটিফিকেশন নিচের দেওয়া লিংক থেকে পেয়ে যাবেন।

সংস্থাইন্ডিয়ান অয়েল
পোস্টের নামইঞ্জিনিয়ার, অফিসার, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস
বিজ্ঞপ্তি নম্বরDP/5/5/Open (GATE 2022)
শূন্য পদজানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরু২৬/০৪/২২
আবেদন শেষ২২/০৫/২২

ইন্ডিয়ান অয়েল নিয়োগ 2022 শূন্য পদের বিবরণ-

কোন সংশ্লিষ্ট শূন্য পদের সংখ্যা বলা হয়নি, বিশদে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

ইন্ডিয়ান অয়েল নিয়োগ 2022 বয়স-

এই বিজ্ঞপ্তিতে সমস্ত পদের জন্য বয়স 26 বছরের নিচে হতে হবে। এছাড়া ST, SC, OBC, PWD ইত্যাদিতে জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ইন্ডিয়ান অয়েল নিয়োগ, নির্বাচন প্রক্রিয়া-

এই চাকরীর নির্বাচন প্রক্রিয়া তে প্রাথমিকভাবে প্রার্থীদের গেট 2022 স্কোর দেখে বাছাই করে ডাকা হবে, এরপর গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউয় ইত্যাদির মাধ্যমে নিয়োগ করা হবে। বিশদে জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখবেন।

ইন্ডিয়ান অয়েল নিয়োগ, কিভাবে আবেদন করবেন?

  • অনলাইনে আবেদন করতে হবে এই www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে।
  • ওয়েবসাইটে গিয়ে latest job opening থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন এবং বিশদে পড়বেন।
  • এরপর ‘ক্লিক হেয়ার এপ্লাই অনলাইন’ অপশনে ক্লিক করেন পরবর্তী প্রসেস করবেন।
  • যদি আপনি প্রথমবার এই ওয়েবসাইটে ঢুকেন তবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর গেট 2022 রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিতে হবে।
  • এরপর ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
অফিশিয়াল নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE

মন্তব্য করুন