ভারতীয় রোবট শালু। স্বদেশী সামগ্রী দিয়ে রোবট বানালেন ভারতীয় শিক্ষক

ভারতীয় রোবট শালু। রোবট বানালেন ভারতীয় শিক্ষক

সময়ের সাথে সাথে প্রযুক্তি অনেক উন্নতি করছে আর তারই একটি নমুনা হলো মানুষের আদলে তৈরি ভারতীয় রোবট শালু। এই রোবটটি তৈরি হয়েছে আইআইটি বোম্বের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। এই রোবট শালুকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মানুষের সঙ্গে কথোপকথন করতে পারে এই শালু নামের রোবটটি। রোবটটি বেশ বুদ্ধিমান তা বলাই যায়। দেশের নানা জায়গার নাম থেকে শুরু করে অনেক কিছুই জানে। শুধু তাই নয় এই রোবট দেশের ৯ টি ভাষায় কথা বলতে পারে। যেমন –  হিন্দি, মারাঠি, ভোজপুরি ইত্যাদি। এছাড়াও ৩৮ টি বিদেশী ভাষাতে কথা বলতে সক্ষম। 

স্বদেশী সামগ্রী দিয়ে রোবট বানালেন ভারতীয় শিক্ষক

রোবটটি নির্মাণ করেছেন বোম্বের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনেশ প্যাটেল। তিনি প্রায় তিন বছর ধরে রোবটটি তৈরি করেছেন। রোবট শালু মানুষের মতই কথা বলে এবং তাকে প্রশ্ন করলে উত্তর দেয়। এর আগে আমরা সকলেই দেখেছি সোফিয়া নামের একটি রোবট। যার বুদ্ধিমত্তায় চমৎকৃত হয়েছে সকলেই। এবার ভারতীয় শিক্ষক দীনেশ প্যাটেল একেবারে স্বদেশী সামগ্রী দিয়ে তৈরি করে ফেললেন সেরকমই একটি রোবট। এর বুদ্ধিমত্তাও সাড়া ফেলেছে গোটা দেশে। 

রোবট শালু। দীনেশ প্যাটেল

গড়গড়িয়ে বলে দিতে পারে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিদের নাম। দীনেশ বাবু জানিয়েছেন রোবটটিকে আরও উন্নত করার কাজটি করবেন। বর্তমানে রোবটটি প্রোটোটাইপ, তবে আগামী দিনে উন্নত হবে। কিন্তু পরবর্তীতে উন্নত পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি নিয়ে তিনি চিন্তিত আছেন। এতদিন রোবট আমরা হিন্দি এবং ইংরেজী নানা চলচ্চিত্রে দেখে এসেছি। কিন্তু বর্তমানে তা বাস্তবায়িত হতে দেখা দারুন আনন্দের বিষয়। 

“ভারতীয় রোবট শালু। স্বদেশী সামগ্রী দিয়ে রোবট বানালেন ভারতীয় শিক্ষক”-এ 1-টি মন্তব্য

Leave a Reply